লাইফ জ্যাকেট ছাড়াই সাগরে ৫ দিন ভাসতে থাকা ভারতীয় জেলেকে উদ্ধারের ভিডিও
Автор: Bangladeshi News Update
Загружено: 2019-07-11
Просмотров: 356
Описание:
।।দেশরিভিউ, চট্টগ্রাম।।
গত শনিবার এফ বি নয়ন নামের ভারতীয় মাছ ট্রলার ডুবে গিয়েছিল বঙ্গোপসাগরে। সেই ট্রলারের জেলে ছিলেন রবীন্দ্রনাথ দাস। টানা ৫ দিন সাগরে ভাসার পর আজ বৃহস্পতিবার তাকে উদ্ধার করা হয়েছে বাংলাদেশের জলসীমা চট্টগ্রামের বঙ্গোপসাগর থেকে। বাংলাদেশের এস আর শিপিং কর্পোরেশনের এম ভি জাওয়াদ জাহাজ ভারতীয় জেলে রবীন্দ্রনাথকে বৃহস্পতিবার সকালে উদ্ধার করে।
এর আগে শনিবার দুর্ঘটনায় পড়ার পর থেকেই চারটি ট্রলারের প্রায় ২৪ জন মৎস্যজীবী নিখোঁজ ছিলেন। তবে প্রায় সবার প্রানের আশাই ছেড়ে দিয়েছিলেন সকলে। কিন্তু আজ সকালে জীবিত অবস্থায় উদ্ধার করা হলো রবীন্দ্রনাথকে। এই পাঁচদিন পানিই ভেসেছিলেন তিনি। তার সঙ্গে ছিল না লাইফ জ্যাকেট কিংবা অন্য কোনো আধুনিক সরঞ্জাম। দুর্ঘটনার পর তিনি স্রোতের টানে ভাসতে ভাসতে ঢুকে গিয়েছিলেন বাংলাদেশের জলসীমায়।
এম ভি জাওয়াদ জাহাজের ক্যাপ্টেন এস এম নাসিরুদ্দিন বলছেন, সকাল ১১ টা নাগাদ একজনকে ভাসতে দেখা যায়। কাছে যেতেই বোঝা গেল তিনি বেঁচে আছেন । এরপরই দ্রুত তাকে উদ্ধারের চেষ্টা করি আমরা। রবীন্দ্রনাথকে উদ্ধার করার পর স্বভাবতই খুশি জাহাজের সবাই।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: