রাবার বাগান, মধুপুর
Автор: Cinematic Diary Of AB
Загружено: 2022-07-22
Просмотров: 38
Описание:
পীরগাছা রাবার বাগান
১৯৮৬ সালে টাঙ্গাইল জেলার মধুপুরের পীরগাছায় অপরূপ প্রকৃতির মেলবন্ধনে গড়ে তোলা হয়েছে পীরগাছা রাবার বাগান (Pirgachha Rubber Garden)। এখানে তিন হাজার একর জায়গা জুড়ে প্রায় ১ লাখ ৫৪ হাজার রাবার গাছ রয়েছে। অল্প সময়ের অবসরে যেকেউ ঢাকার কাছে পীরগাছা রাবার বাগান ঘুরে দেখে যেতে পারেন।
রৌদ্রোজ্জ্বল দিনে মধুপুর রাবার বাগানে সুউচ্চ গাছের সবুজ পাতার ফাঁক দিয়ে সোনালি রোদ উঁকি দিয়ে অকৃত্রিম সৌন্দর্যে ভরিয়ে তুলে চারপাশ। ভিন্ন ভিন্ন ঋতুতে ভিন্ন ভিন্ন সাজে সজ্জিত এই রাবার বাগানে আছে অসংখ্য ফল ও ফুলের গাছ। আর বাগানের মধ্য দিয়ে চলে গিছে বাগানের অফিসে যাওয়ার সুবিশাল রাস্তা। অফিসের পাশেই রয়েছে রঙ্গিন চালের ছাউনি ও রঙ্গিন ফুলের গাছ দিয়ে ঘেরা একটি আধাপাকা “গেস্ট হাউজ”। গেস্ট হাউজ থেকে বৃষ্টি কিংবা জ্যোৎস্নার দিনে রাবার বাগানের অপরূপ দৃশ্য দেখতে সবচেয়ে বেশি সুন্দর লাগে।
রাবার বাগানের অফিস থেকে কিছুটা দূরে রয়েছে সুবিশাল রাবার কারখানা। এখানে রাবার গাছ থেকে সাদা কাঁচা রাবার সংগ্রহ করে প্রক্রিয়া জাতকরণের মাধ্যমে বড় বড় রাবার শিট বানানো হয়। আর কারখানার বিভিন্ন প্রক্রিয়াগুলো নিজের চোখে দেখা নিঃসন্দেহে দারুণ এক অভিজ্ঞতা। এছাড়া পীরগাছা রাবার বাগানের মাঝামাঝি ও শেষ প্রান্তে আছে গারো আদিবাসীদের বসতি এবং নানান রকম বন্যপ্রানীর আবাস মধুপুরের গড়।
কিভাবে যাবেন
পীরগাছা রাবার বাগানে যাওয়ার জন্য প্রথমেই টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায় চলে আসুন। ঢাকার মহাখালী থেকে মধুপুর যাওয়ার সরাসরি বাস আছে। বাস ভেদে ভাড়া পড়বে ২০০-৩০০ টাকা। মধুপুর থেকে রাবার বাগানের দূরত্ব প্রায় ১৩ কিলোমিটার। সিএনজি বা অটোরিকশায় মধুপুর বাস স্ট্যান্ড থেকে রাবার বাগান যাওয়া যায়। আর পুরো বাগান মোটরসাইকেলে ঘোরে দেখার জন্য জনপ্রতি ৩০০-৬০০ টাকা খরচ হবে।
কোথায় থাকবেন
পীরগাছা রাবার বাগানের গেস্ট হাউজে অনুমতিক্রমে রাতে থাকতে পারবেন। এছাড়াও মধুপুর উপজেলার বাস স্ট্যান্ডের কাছে বেশ কিছু ভালো মানের আবাসিক হোটেল আছে। আবার টাঙ্গাইল জেলা শহরের নিরালা মোড়ে অবস্থিত বিভিন্ন মানের আবাসিক হোটেল ও গেস্ট হাউজে রাত্রিযাপন করতে পারবেন।
কোথায় খাবেন
মধুপুরে খাওয়ার জন্য রয়েছে বিভিন্ন মানের হোটেল ও রেস্টুরেন্ট। পীরগাছা রাবার বাগানে যাওয়ার পথে আরো কিছু রেঁস্তোরা নজরে পড়বে। অবশ্যই মধুপুরের সুস্বাদু আনারস ও টাঙ্গাইলের বিখ্যাত পোড়াবাড়ীর চমচমের স্বাদ নিতে ভুলবেন না।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: