স্কুলে যাওয়ার আগে বাচ্চাদের পড়াশুনার রুটিন | Preschooler Preparation 3 | বাচ্চাদের পড়াশোনা | Kids
Автор: Learn with AT Kids
Загружено: 2025-09-30
Просмотров: 71
Описание:
welcome to @learnwithatkids1325 হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের এই প্রতিযোগিতার যুগে বাচ্চাদের স্কুলে ভর্তি করানোর আগেই অনেক কিছু শিখিয়ে নিতে হয়। আমার ছোট্ট মেয়েটিকে যখন স্কুলে ভর্তি করালাম তার আগে আমি তাকে অনেক কিছু শিখিয়েছিলাম। কিন্তু তারপরও দেখলাম যে সবচেয়ে ছোট ক্লাস প্লেতে ও অনেক পড়াশোনা। আর তাই আপনার বাচ্চারা যদি চান সবচাইতে ভালো করুন তাহলে তাদের ক্লাসে ভর্তি করানোর আগে অনেক কিছু শিখিয়ে নিতে হবে। অবশ্যই তার জন্য মোটামুটি এক বছর আগে থেকেই প্রস্তুতি নিতে হবে। বাচ্চাদের শুরু থেকে চার বছর অব্দি কোন প্রেসার দেবেন না। চার বছর শুরু হলেই তাকে মোটামুটি সব ধরনের পড়াশোনা যেমন স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, ইংলিশ অ্যালফাবেট, ইংরেজি সংখ্যা বাংলা সংখ্যা, আরবি হরফ, অর্থ সব শিখিয়ে রাখতে পারেন। সাথে সাথে কিছু লেখার এড্রেস করে রাখতে হবে। তারই ধারাবাহিকতায় আমি শুরু করতে যাচ্ছি আমার ছোট্ট ছেলে আব্দুল্লাহ আস সাদিকের নিয়মিত প্রীস্কুলের ক্লাস। যদি আপনার বাসায় এমন কোন বাচ্চা থাকে যাকে আপনি সামনের বছর কিংবা তার পরের বছর ভর্তি করাতে চাচ্ছেন,তাহলে অবশ্যই বাচ্চাদের হাতে এই ভিডিওগুলো তুলে দেন।আর এই রুটিন মেনে বাচ্চাদের পড়ালে অবশ্যই তারাই স্কুলের নিয়মিত ভালো রেজাল্ট করবে। আমি আমার মেয়েকে যেভাবে পড়িয়েছি সেভাবে এখন আমার ছেলে কেও পড়াবো এবং আমার মেয়ের মত ছেলেও ভালো রেজাল্ট করবে স্কুলে ইনশাআল্লাহ। এ কারণে আমাদের নিয়মিত সব ভিডিও ক্রাইস গুলো দেখার জন্য অনুরোধ করছি। আমাদের পাশে থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।
#preschooler #kids #toddler #forkids #education #sorborno #banjonborn #alphabet
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: