ভারত ও চীন সম্পর্কের ইতিহাস। History of India-China Relations। বিশ্বময়।Bisshomoy
Автор: বিশ্বময়
Загружено: 2024-09-12
Просмотров: 1173
Описание:
ভারতের সঙ্গে চীনের সম্পর্কের ধারা বিশ্বের রাজনৈতিক পরিস্থিতি ও ঘটনাপ্রবাহের দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে। ভারত ও চীন এশিয়ার দুই জনবহুল বড় দেশ। দু দেশেই প্রাচীন সভ্যতার বিকাশ হয়েছিল। বহু প্রাচীনকাল থেকে দুই দেশের মধ্যে যোগাযোগ ও আদান-প্রদানের ইতিহাস রয়েছে। ভারত থেকে বৌদ্ধধর্ম চীনে প্রচারিত হয়েছে। চীন থেকে পর্যটকগণ ভারতভ্রমণে এসেছেন। উভয় দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য চলত, ভারত 1947 সালে স্বাধীনতা পেয়েছে। 1949 সালে গণপ্রজাতন্ত্রী চীনের উদ্ভব হয়েছে। উভয় দেশই বিপুল জনসংখ্যা, বহু ধরনের সামাজিক সমস্যা ও অর্থনৈতিক দারিদ্রোর চাপে বিপর্যন্ত ছিল। দুই দেশেই জাতিগঠনের কাজ, অর্থনৈতিক উন্নয়নের কাজ শুরু হয়েছিল। ভারত প্রথম থেকেই গণপ্রজাতন্ত্রী চীনের উদ্ভবকে স্বীকৃতি দিয়েছে। চীন 1950 সালে তিব্বত দখল করলে ভারত উদ্বিগ্ন হলেও চীনের বিরোধিতা করেনি। 1950 সালে ভারত তিব্বতের ওপর চীনের সার্বভৌমিকতা স্বীকার করে। 1954-57 সালের মধ্যে চীনের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় ছিল। ভারত চীনের সঙ্গে যৌথভাবে পঞ্চশীল নীতি ঘোষণা করে।
📌বিশ্বময় এর ফেসবুক পেইজে নিয়মিতভাবে আমাদের ভিডিওগুলি প্রকাশিত হচ্ছে। বিশ্বময় এর ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে আমাদের পেইজটি লাইক এবং ফলো করুন।
🤙 ফেসবুক পেজ: https://fb.com/bishomoy
💡 সাবস্ক্রাইব করুন : https://cutt.ly/NedcqOid
⚠️ এই ভিডিওতে প্রদত্ত সমস্ত তথ্য বিভিন্ন ওয়েবসাইট, বই, জার্নাল, ম্যাগাজিন, জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম, এবং প্রামাণ্যচিত্র থেকে সংগ্রহ করা হয়েছে।
⚠️ এই ভিডিওতে ব্যবহৃত কিছু ছবি প্রকৃত ব্যক্তি, ঘটনা, সময় বা স্থানকে উপস্থাপন করে না; দৃশ্যের শূন্যতা পূরণ করার জন্য তা ব্যবহার করা হয়েছে। কিছু দৃশ্য কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা হয়েছে।
⚠️ এই ভিডিও ডাউনলোড করে, পুনরায় কোন ধরনের প্রচার মাধ্যমে বিতরণ করবেন না।
যোগাযোগ করুন:
✉️ ইমেইল: [email protected]
#IndiaChinaRelations, #ভারতচীনসম্পর্ক, #SinoIndianRelations, #IndiaChinaHistory, #Geopolitics, #IndoChinaConflict, #GlobalPolitics, #Diplomacy, #Panchsheel, #Bishomoy, #AsiaPolitics, #BorderIssues, #ChinaIndiaConflict, #TibetIssue
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: