দীর্ঘ ১ বছর পর আযানের সুমধুর সুর ছড়িয়ে পড়লো বাঁশখালীর প্রত্যন্ত ধুইল্লা ঝিরি এলাকায় ..
Автор: Mahmud Rubel
Загружено: 2025-10-31
Просмотров: 1432
Описание:
দীর্ঘ ১ বছর পর আযানের সুমধুর সুর ছড়িয়ে পড়লো বাঁশখালীর প্রত্যন্ত ধুইল্লা ঝিরি এলাকায় .....
স্বপ্নযাত্রীর শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় উপহার দেওয়া হয় উন্নত মানের সাউন্ড সিস্টেম ও মাইক।
#স্বপ্নযাত্রী #Swapnojatree_Foundation #বাঁশখালী
স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের উদ্যোগে ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলার জলদি ধুইল্লা ঝিরি হযরত আয়েশা ছিদ্দিকা জামে মসজিদে উন্নতমানের মেশিন, মাইক, ইউনিট ও মাইক্রোফোন উপহার দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ
দীর্ঘদিন ধরে মসজিদটিতে আযান ও খুতবা প্রচারের জন্য প্রয়োজনীয় সাউন্ড সিস্টেম না থাকায় মুসল্লিরা ভোগান্তিতে ছিলেন। বিষয়টি জানার পর স্বপ্নযাত্রী ফাউন্ডেশন উদ্যোগ নেয় এবং শুভাকাঙ্ক্ষীদের সহায়তায় নতুন সাউন্ড সিস্টেম স্থাপন করে দেয় স্বপ্নযাত্রী।
এসময় স্থানীয় মুসল্লিরা আনন্দ প্রকাশ করেন এবং স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা বলেন, “এই উদ্যোগের মাধ্যমে মসজিদের পরিবেশে নতুন প্রাণ ফিরেছে, আযানের সুমধুর ধ্বনি এখন পুরো এলাকায় ছড়িয়ে পড়ছে।”
বিঃদ্রঃ উক্ত মসজিদের কিছু সংস্কার (উপরের টিন, লোহার এঙ্গেল, রং, ৩ টি ফ্যান) অতীব জরুরী।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: