মুর্শিদাবাদ জংশনে ট্রেন উদ্বোধনে রাজনৈতিক সংঘর্ষ ।
Автор: বাংলা Today
Загружено: 2025-09-15
Просмотров: 4
Описание:
মুর্শিদাবাদ জংশনে ট্রেন উদ্বোধনে রাজনৈতিক সংঘর্ষ
আজ রবিবার দুপুর প্রায় ১টা ৩০ মিনিট নাগাদ মুর্শিদাবাদ জংশন রেলস্টেশনে গড়ে উঠল এক ঐতিহাসিক মুহূর্ত। উত্তরবঙ্গ থেকে দিল্লি পর্যন্ত যাত্রা শুরুর লক্ষ্যে উদ্বোধন হলো নতুন ট্রেন ১৩১২৫ নম্বর এক্সপ্রেস। শুভ মুহূর্তে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ tmc কংগ্রেসের মাননীয় সংসদ abu Taher খান সাহেব এবং bjp mla গৌরীশংকর ঘোষ।
তবে আনন্দমুখর পরিবেশ বেশিক্ষণ স্থায়ী হলো না। ট্রেন উদ্বোধনের ঠিক পরেই রেলস্টেশন চত্বর জুড়ে শুরু হয় রাজনৈতিক স্লোগান যুদ্ধ। একদিকে তৃণমূল কংগ্রেস কর্মীদের “জয় বাংলা” ধ্বনি, অন্যদিকে বিজেপি কর্মীদের “চোর চোর” স্লোগান—দুই পক্ষের মধ্যে শুরু হয় উত্তপ্ত সংঘর্ষ। মুহূর্তের মধ্যে চিৎকার-চেঁচামেচি, ধাক্কাধাক্কি, এমনকি ধুমধামার আবহে আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ যাত্রীরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্টেশনের নিরাপত্তা কর্মীরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও দুই পক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। ঘটনার স্থালে ছুটে আসে মুর্শিদাবাদের থানার পুলিশ , কোনরকমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ফলে নতুন ট্রেন উদ্বোধনের আনন্দমুখর দিনটি রাজনৈতিক সংঘর্ষের কালো ছায়ায় ঢেকে যায়।
মুর্শিদাবাদের রেল ইতিহাসে আজকের দিনটি শুধু নতুন ট্রেনের সূচনার জন্য নয়, বরং রাজনৈতিক সংঘর্ষের সাক্ষী হিসেবেও স্মরণীয় হয়ে থাকবে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: