রমজান সঙ্গীত by Ujjibon
Автор: MOHI TUNES
Загружено: 2017-05-27
Просмотров: 1034
Описание:
*****
রমজান সঙ্গীত
-আবছার তৈয়বী
আহলান ওয়া সাহলান মাহে রামাদ্বান...
দুনিয়াবাসীর তরে এমাস আল্লাহ্ পাকের দান। (২)
হিংসা-দ্বেষ ভুলে তুমি অতুল মুমিন হও,
খোদার কালাম পড়ে তুমি আলোকিত রও।
রহমতেরই বার্তা নিয়ে এল মাহে রামাদ্বান।।
আহলান ওয়া সাহলান মাহে রামাদ্বান.....
তোমার পাপের বোঝা দেখ হচ্ছে কত ভারি,
দিন থাকিতে তুমি ও-ভাই কর রোনাজারি।
আছো যতো পাপী তাপী হও রে আগুয়ান।।
আহলান ওয়া সাহলান মাহে রামাদ্বান.....
এই দুনিয়ায় রঙের খেলা খেলবে কতদিন?
যাইতে হবে মাটির ঘরে দেহ হবে লীন।
তোমার জীবন শোধরে নিতে এলোরে ভাই পাক কোরআন।।
আহলান ওয়া সাহলান মাহে রামাদ্বান.....
কীসের বড়াই করো তুমি কিসের বাহাদুরি?
আর কতকাল করবে তুমি পরের ধন চুরি?
আল্লাহ তা’লা দয়া করে পাঠালেন মেহমান।।
আহলান ওয়া সাহলান মাহে রামাদ্বান.....
যতই তুমি চালাক ভাবো পড়বে যেদিন ধরা,
বুঝবে সেদিন এই দুনিয়া মিছেতে ভাই ভরা।
দুনিয়া ছেড়ে দীনের পথে হওরে আগুয়ান।।
আহলান ওয়া সাহলান মাহে রামাদ্বান.....
তিরিশ রোযা রাখো রে ভাই হালাল খাবার খেয়ে,
বেশি বেশি দরুদ পড়ো নবীর (দরুদ) দিকে চেয়ে।
বিশ রাকাত তারাবী পড়লে গুনাহ হবে অবসান।।
আহলান ওয়া সাহলান মাহে রামাদ্বান.....
গরীব-দুঃখীর ব্যথা বুঝো তোমার রোযা দিয়ে,
দারিদ্রতা দূর কর ভাই তোমার যাকাত দিয়ে।
তবে জানো আল্লাহ হবে তোমার ওপর মেহেরবান।।
আহলান ওয়া সাহলান মাহে রামাদ্বান.....
দিন থাকিতে পরকালের ভাবনা কর ভাই,
তৈয়বী তোমায় করজোড়ে মিনতি করে যায়।
গুনাহ মাফের তরে মুনিব করছে আহবান।।
আহলান ওয়া সাহলান মাহে রামাদ্বান.....
বি.দ্র.: এই সঙ্গীতটি যে কেউ ঘরে, মাহফিলে, রেডিও এবং টিভিতে অবিকৃত ভাবে যে কোন সূরে গাইতে পারবেন। তবে বাণিজ্যিক উদ্দেশ্যে অডিও-ভিডিও রেকডিং, মুদ্রণ ও প্রকাশ বরাবরের মতো সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ। কোন শায়ের ভাই-বোন গেয়ে আমার ওয়াটসাপ নম্বরে (00971501783858) পাঠালে আমি সারা বিশ্বে প্রচার করবো- ইনশাআল্লাহ। সুর তুলতে সমস্যা হলে অবশ্যই যোগাযোগ করবেন।
তারিখ: ২৪ মে, ২০১৭ খৃ.
আবুধাবি, ইউ,এ.ই।
*****************************
প্রচারে--------------------------------------------
সত্যের আহবানে ই-গজল
(সত্য প্রকাশে বদ্ধপরিকর)
বন্ধুরা সুন্নীয়তের স্বার্থে বেশি করে শেয়ার করুন।
www.egojol.webs.com
www.facebook.com/egojol
www.egojol.blogspot.ae
/ সত্যেরআহবানেইগজল
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: