বিশাল কোরবানির হাট। প্রচুর বড় বড় গরু এসেছে সিলেটে। Cow market in Sylhet.
Автор: কেফায়েত আহমেদ
Загружено: 2023-06-24
Просмотров: 37
Описание:
বিশাল কোরবানির হাট। প্রচুর বড় বড় গরু এসেছে সিলেটে। Cow market in Sylhet.
কোরবানির ঈদ মানেই মুসলমানদের জন্য একটি উৎসবমূখর পরিবেশ সৃষ্টি। কোরবানি ঈদে সারা পৃথিবীর মুসলমানদের মধ্যে একটি আনন্দ বয়ে যায়। কোরবানির ঈদে মানুষ যেমন নতুন নতুন পোশাক ক্রয় করে, তেমনি কোরবানির জন্য গরু। প্রতিবছর আমাদের দেশে প্রচুর গরু আল্লাহর রাস্তায় কোরবানি করা হয়,আর এই ধারাবাহিকতায় কোরবানির ঈদ উপলক্ষে সারা বাংলাদেশে গরু ছাগলের বিশাল বিশাল হাট বসে। আজকে সিলেটের বিভিন্ন জায়গায় কোরবানির হাট বসেছে, তেমনি সিলেট শাহপরান মেজরটিলায়ও গরুর হাট বসেছে। আজকের এই কোরবানির হাটে প্রচুর কোরবানির গরু পাইকাররা নিয়ে এসেছে বিক্রি করা জন্য। আজকের কোরবানির হাটের গরু গুলো অনেক বড় বড় আর সুন্দর, মোটামুটি দামও ভালো হাঁকিয়েছেন পাইকাররা। সিলেটে কোরবানি ঈদ উপলক্ষে সারা বাংলাদেশ থেকেই গরুর পাইকাররা গরু নিয়ে ছুটে আসে, তার একটিই কারণ, পাইকাররা সিলেটে গরু ভালো দামে বিক্রি করতে পারে। কোরবানি ঈদ উপলক্ষে বাংলাদেশের আনাছে কানাচে গরুর হাট বসে, আর এই অনুপাতে সিলেটে একটু বেশি বসে। সিলেটের মানুষ পয়সাওয়ালা হওয়ায় তারা বেশি পরিমাণে বড় বড় গরু কোরবানি দেয়। সিলেটের এই বিশাল হাট থেকে আপনিও চাইলে বড় গরু কিনতে পারেন। কোরবানির গরুর ক্ষেত্রে মানুষ গাভীর চেয়ে ষাঁড়কেই বেশি প্রাধান্য দেয়, তাই ষাঁড় মানুষ যেমন বেশি পালন করে তেমনি কোরবানির হাট উপলক্ষে ভালো দামে বিক্রিও করতে পারে। শাহপরান, সিলেট।
কেফায়েত আহমেদ।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: