Fish farming | প্লাবন ভূমিতে মাছ চাষ | ধান চাষ পদ্ধতি | বোরোধানে সেচ সুবিধা | Media television
Автор: Media Television
Загружено: 2020-05-07
Просмотров: 1363
Описание:
কুমিল্লার দাউদকান্দি উপজেলার প্লাবন ভূমিতে প্রথম বাণিজ্যিকভাবে মাছ চাষ শুরু করা হয়, যা বর্তমানে এই ধারায় একটি মডেল হিসেবে পরিগণিত হচ্ছে। দাউদকান্দিতে ধান ক্ষেতে বর্ষা মৌসুমে মাছ ও শুকনো মৌসুমে ধান চাষ করা হয়। ১৯৮৬ সালে দাউদকান্দিতে প্রথম প্লাবন ভূমিতে মাছ চাষ শুরু করেন ধানুয়াখোলা গ্রামের সুনীল কুমার রায়।
যার ফলে কৃষক প্রতি বিঘা জমির বিনিময়ে ১২০০০-১৮০০০৳ টাকা করে পাচ্ছে।
কুমিল্লার দাউদকান্দি উপজেলার আদমপুর গ্রামের কৃষকবন্ধু অধ্যাপক মতিন সৈকত। দুইযুগের বেশি সময় ধরে মাত্র ২০০ (দুইশ) টাকা বিঘাপ্রতি মৌসুমব্যাপি বোরোধানে সেচ সুবিধা দিয়ে জাতীয়ভাবে দৃষ্টান্ত স্হাপন করেছেন। দেশের সব অঞ্চলে বিঘাপ্রতি বোরোধানে মৌসুমে কৃষকদের থেকে ১২০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত সেচের খরচ দিতে হয়। ব্যতিক্রম মতিন সৈকত। সব জিনিসের দাম বাড়লেও নানা দূর্যোগে এবং চড়া বাজারেও মতিন সৈকত সেচের টাকার পরিমাণ আগের মতোই মাত্র দুইশ টাকা রেখে চলছেন। যেটি সত্যিই অবিশ্বাস্য।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: