বিদায় জানাচ্ছে চট্টগ্রামের অমর একুশে বইমেলা ২০২৫ | আগামীকাল শেষ হতে যাচ্ছে ..
Автор: TASNIM ZAHED
Загружено: 2025-03-01
Просмотров: 4
Описание:
ঢাকা ও চট্টগ্রামের সৃজনশীল প্রকাশকদের অংশগ্রহণে ১ ফেব্রুয়ারি (শনিবার) থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে মাসব্যাপী অমর একুশে বইমেলা-২০২৫। এবার বই মেলা অনুষ্ঠিত হবে এম.এ. আজিজ স্টেডিয়ামস্থ জিমনেসিয়াম চত্বরে। এবারই প্রথমবারের মতো ২৬ দিন ব্যাপী বইমেলার আয়োজন করা হয়েছে। বই মেলা চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা ও ছুটির দিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সর্বসাধারণের জন্য জন্য বইমেলা উন্মুক্ত থাকবে। এবারের বই মেলায় চট্টগ্রামের পাশাপাশি ঢাকার সৃজনশীল অভিজাত প্রকাশনী সংস্থাগুলো মেলায় অংশ নিচ্ছে এবং তাদেরকে স্টলও বরাদ্দ দেওয়া হয়েছে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা ও ছুটির দিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সর্বসাধারণের জন্য জন্য বইমেলা উন্মুক্ত থাকবে। এবারের বই মেলায় চট্টগ্রামের পাশাপাশি ঢাকার সৃজনশীল অভিজাত প্রকাশনী সংস্থাগুলো মেলায় অংশ নিচ্ছে এবং তাদেরকে স্টলও বরাদ্দ দেওয়া হয়েছে।
‘মেলায় প্রায় এক লক্ষ বর্গফুটের সুবিশাল জিমনেসিয়াম মাঠ জুড়ে মোট ১৪০টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এরমধ্যে চট্টগ্রামের স্টল সংখ্যা ৭৪টি ও ঢাকার স্টল সংখ্যা ৪৪টি। মেলায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সার্বিক সহযোগিতায় সার্বক্ষনিক নিরাপত্তা ব্যবস্থা থাকবে। সমগ্র মেলা সিসিটিভির আওতায় থাকবে।
আমরা আশা করছি এবারের বইমেলা অন্যান্যবারের চেয়ে অনেক বেশি লেখক-পাঠক সমাগমে ভরপুর হয়ে উঠবে। ইতোমধ্যে মেলার সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
অমর একুশে বইমেলা, চট্টগ্রাম ২০২৫
#অমর_একুশে_বইমেলা #বইমেলা২০২৫ #বইমেলা_চট্টগ্রাম #একুশে_গ্রন্থমেলা #ফেব্রুয়ারি_বইমেলা #বইমেলা #অমরএকুশে #অমর_একুশে_গ্রন্থমেলা
#boimela #boimela2025 #bookfair2025 #chattogram_boi_mela
#booklover #fairlover #trendy #fair #বই_মেলা
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: