মালয়েশিয়ার পাম অয়েল বাগানের কাজ সম্পর্কের বিস্তারিত জেনে নিন || Malaysia Palm Oil Garden Information
Автор: Mp Travels
Загружено: 2023-12-30
Просмотров: 158
Описание:
মালয়েশিয়ার পাম অয়েল বাগানের কাজ সম্পর্কের বিস্তারিত জেনে নিন || Malaysia Palm Oil Information
বিশ্বে দ্বিতীয় সর্ববৃহৎ পামওয়েল উৎপাদনকারী হলো মালয়েশিয়া। এ খাতে মারাত্মক শ্রমিক সংকট থাকায় বিষয়টি সংশ্লিষ্টদের ভাবিয়ে তুলেছে। ২৭ জানুয়ারি সাউথ চায়না মর্নিংপোস্টে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, উৎপাদন বৃদ্ধি গত বছর পাঁচ বছরে সর্বনিম্নে নেমে এসেছে। চাষিরা বলছেন, এর প্রধান কারণ শ্রমিক ঘাটতি। চাষিরা স্থানীয়দের দ্বারা কাজ করতে না পারায় বিদেশি শ্রমিকের প্রয়োজন। কোম্পানিগুলো ফসল কাটাতে স্বয়ংক্রিয়তা এবং যান্ত্রিকীকরণ ব্যবহার করে সংকটকে সহজ করার উপায় খুঁজছে পামতেল মালিকরা।
Advertisement
২০২০ সাল থেকে শ্রমিক সংকট উত্তরণে বাগানের বাইরে সে সময় টানানো হয়েছে নিয়োগ বিজ্ঞাপন। এতে শ্রমিকদের বিনামূল্যে আবাসন, খাবার পানি সরবরাহের প্রস্তাবও দেওয়া হয়। কোনো কোনো প্রদেশে ট্রাক্টর চালানো থেকে সবরকম সুযোগ-সুবিধা দিয়ে শ্রমিকদের আকৃষ্ট করার চেষ্টা চালালেও কাজ হয়নি।
সে সময় স্থানীয় শ্রমিক নিয়োগের চেষ্টা চললেও এক্ষেত্রে আশানুরূপ সাড়া না পাওয়ায় কর্তৃপক্ষ মালয়েশিয়ান নাগরিক যারা বিভিন্ন জেলে বন্দি রয়েছে তাদের এ খাতে কাজে লাগানোর প্রস্তাবও দেয়া হয়, তাতেও কাজ হয়নি। ফলে পাম অয়েল উৎপাদন ও ফল সংগ্রহ করা ব্যাপকহারে ব্যাহত হচ্ছে।
পাম বাগান,মালয়েশিয়া পাম বাগান,পাম অয়েল মালয়েশিয়া পাম অয়েল বাগানে,মালয়েশিয়ার পাম বাগান,পাম অয়েল মালয়েশিয়া,মালয়েশিয়ার পাম বাগানে সাপ,মালয়েশিয়ায় বাগানের ভিসা,মালয়েশিয়ার পাম অয়েল বাগান,পাম বাগানের কাজের বেতন,পামঅয়েল বাগান মালয়েশিয়া,মালয়েশিয়া পাম বাগানের কাজ,পাম অয়েল বাগান,মালয়েশিয়া প্রবাসীর কষ্টের জীবন,পাম বাগানের কাজ,মালয়েশিয়া প্রবাসী,পাম বাগানে প্রবাসীদের কাজ,পাম অয়েল বাগানে কাজের বেতন,মালয়েশিয়ায় পাম বাগান,পাম ফল,মালয়েশিয়া,পাম অয়েল
মালয়েশিয়ার পাম অয়েল বাগানের কাজ সম্পর্কের বিস্তারিত জেনে নিন || Malaysia Palm Oil Information
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: