চলনবিলে পলো দিয়ে মাছ ধরা উৎসব
Автор: Rezowan
Загружено: 2016-12-11
Просмотров: 55222
Описание:
নাটোরে পলো দিয়ে মাছ ধরা উৎসব
নাটোরের গুরুদাসপুরে বিভিন্ন নদ-নদী ও চলনবিলে মাছ ধরা উৎসব
Fish Festival at Chalan beel, Gurudaspur, Natore
চলনবিল, বিভিন্ন নদ-নদী আর জলাশয় জালের মত জড়িয়ে আছে নাটোর জেলায়। শীতে পানি কমতে শুরু করায় জেলেদের জালে ধরা পড়ছে না মাছ। এমন সময় হাঁটু-কোমর পানিতে নেমে ঐতিহ্যবাহী পলো দিয়ে মাছ ধরার রীতি, জেলার গুরুদাসপুরে বহু প্রাচীন। দলবদ্ধভাবে মাছ শিকার রীতিমত উৎসবে পরিনত হয়।
বর্ষার পানি নেমে গেছে অনেক আগেই। তবে চলনবিলের ভেতর দিয়ে বয়ে যাওয়া নদ-নদীতে স্থানভেদে এখনো হাঁটু-কোমরপানি। এই সময় আসলেই পলো দিয়ে মাছ ধরতে মেতে উঠে গুরুদাসপুরের সৌখিন মৎস্য শিকারিরা।
একসময় চলনবিলে প্রচুর পরিমাণে কই, শিং, মাগুর, শৌল, বোয়াল, পাবদা, টেংরা, রুই, কাতলাসহ নানা প্রজাতির মাছ পাওয়া গেলেও এখন অনেক কমে গেছে।
আগে মাছ ধরার এই উৎসব ছিল আরো জমজমাট। তবে অতীত ঐতিহ্য ধরে রেখে এখনো এ উৎসব চালু রেখেছে গুরুদাসপুরবাসী।
চলনবিলে অপরিকল্পিত রাস্তা-বাঁধ নির্মাণ ও ধানসহ অন্যান্য ফসলে মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে প্রাকৃতিকভাবে মাছের প্রজনন বাধাগ্রস্ত হচ্ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: