Sura Falaq__Sura Nus || সূরা ফালাক_সূরা নাস || Abdur Rahman As-Sudais_ || عبد الرحمن السديس ||
Автор: HOLY QURAN FOUNDATION
Загружено: 2023-09-15
Просмотров: 20
Описание:
_________{113} SURAH AL FALAQ________
قُلْ اَعُوْذُ بِرَبِّ الْفَلَقِ ﴿١﴾
কুল আ‘ঊযুবিরাব্বিল ফালাক
"বল, ‘আমি আশ্রয় চাচ্ছি সকাল বেলার রব-এর,"
مِنْ شَرِّ مَا خَلَقَ ﴿٢﴾
মিন শাররি মা-খালাক।
"তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট হতে,"
وَمِنْ شَرِّ غَا سِقٍ اِذَا وَقَبَ ﴿٣﴾
ওয়া মিন শাররি গা-ছিকিন ইযা-ওয়াকাব।
"আর অন্ধকার রাতের অনিষ্ট হতে যখন তা আচ্ছন্ন হয়ে যায়।"
وَمِنْ شَرِّ النَّفّٰثٰتِ فِى الْعُقَدِ ﴿٤﴾
ওয়া মিন শাররিন নাফফা-ছা-তি ফিল ‘উকাদ।
"এবং (জাদু করার উদ্দেশে) গিরায় ফুৎকারকারিণীদের অনিষ্ট হতে,"
وَمِنْ شَرِّ حَا سِدٍ اِذَا حَسَدَ ﴿٥﴾
ওয়া মিন শাররি হা-ছিদিন ইযা-হাছাদ।
"এবং হিংসুকের অনিষ্ট হতে, যখন সে হিংসা করে।"
_________{114} SURAH AN-NAS__________
قُلْ اَعُوْذُ بِرَبِّ النَّا سِ (١)
কুল আ‘ঊযুবিরাব্বিন্না-ছ,
"বল, ‘আমি আশ্রয় চাচ্ছি মানুষের প্রতিপালকের,"
مَلِكِ النَّا سِ (٢)
মালিকিন্না-ছ,
"মানুষের অধিপতির,"
اِلٰهِ النَّا سِ (٣)
ইলা-হিন্না-ছ।
"মানুষের প্রকৃত ইলাহর,"
مِنْ شَرِّ الْوَسْوَا سِ ۙ الْخَـنَّا سِ (٤)
মিন শাররিল ওয়াছ ওয়া-ছিল খান্না-ছ।
"যে নিজেকে লুকিয়ে রেখে বার বার এসে কুমন্ত্রণা দেয় তার অনিষ্ট হতে,"
الَّذِيْ يُوَسْوِسُ فِيْ صُدُوْرِ النَّا سِ (٥)
আল্লাযী ইউওয়াছবিছুফী সুদূরিন্নাছ-।
"যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে"
مِنَ الْجِنَّةِ وَا لنَّا سِ (٦)
মিনাল জিন্নাতি ওয়ান্না-ছ।
"(এই কুমন্ত্রণাদাতা হচ্ছে) জিন্নের মধ্য হতে এবং মানুষের মধ্য হতে।"
_____________________❤️_________________
_____________________📚__________________
#surah_al_falaq
#surah_an_nus
#عبد_الرحمن_السديس
#al_quran
#hadis
#islam
#islamicvideo
#kitab
#quran
#abdur_rahman_as_sudais
#hadith
________________________________________________________________________________________
👇 موسيقى 👇
👇 حقوق التأليف والنشر الموسيق👇
🎶عبد الرحمن السديس 🎶
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: