চাঁদপুর ও বরিশালের বিখ্যাত ইলিশের বাজার!পদ্মার সুস্বাদু ইলিশ মাছ!The famous big Elisha fish market!
Автор: Last Vlog Rana
Загружено: 2023-05-01
Просмотров: 251
Описание:
ইলিশ_মাছের_আড়ৎ_সুস্বাদু_ইলিশ_বাজার_দর
#বড় ইলিশ_মাছের বাজার_চাঁদপুর_ও বরিশাল
#পদ্মার সুস্বাদু ইলিশ মাছ
#পদ্মার ইলিশ মাছ_ ইলিশ বাজার
#ইলিশ মাছের বর্তমান দর
#ইলিশ মাছের বাজার মূল্য
#elisha_fishing_catching_Elish_fish
#Fishing video
#elish market
#hilshafish
#big fishing market chandpur
#fishing market barisal
#Elish_fish market barisal
#Elish market chandpur
#fishing price
#fishing
#hilisha
সুপ্রিয় দর্শক,
"পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর মিলনস্থল চাঁদপুর। প্রতি বছর তিন নদীর মোহনায় ধরা দেয় অসংখ্য ইলিশ। এখানে গড়ে উঠেছে দেশের বৃহত্তম ইলিশের বাজার। ইলিশ মাছের অন্যতম প্রজননক্ষেত্র চাঁদপুরকে ডাকা হয় ‘ইলিশের বাড়ি’। ইলিশ খেতে ও কিনতে দেশের নানা প্রান্ত থেকে এই ইলিশবাজারে মানুষের ঢল নামে। এই ইলিশ চলে যায় বিভিন্ন জেলাসহ দেশের সীমানা পেরিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে।
ভোর থেকেই ঘাটে ইলিশের পসরা বসে। চাঁদপুরের ইলিশ চেনার সহজ কিছু উপায় আছে। এখানকার ইলিশ একেবারে চকচকে রুপালি রঙের হয়ে থাকে। অন্যান্য জায়গার ইলিশের রুপালি রঙের সঙ্গে লালচে আভা দেখা যায়। ইলিশের মধ্যে চাঁদপুরের টেনুয়ালোসা ইলিশই স্বাদে, গন্ধে ও রূপে অনন্য। অনেকের ধারণা, বড় ইলিশের স্বাদ বেশি। কিন্তু প্রকৃত স্বাদের ইলিশ ওজনে সাতশ থেকে আটশ গ্রামের হয়। এর চেয়ে বড় হলে ইলিশের স্বাদ কমে যায়। এই ইলিশকে স্থানীয় ভাষায় বলে ‘গাদাপুরা ইলিশ’। প্রতি কেজি ৭০০ থেকে ৮০০ টাকা"
"পহেলা বৈশাখ বাদে বাজারে ইলিশের মূল্য প্রায় একই থাকে। সাতশ থেকে আটশ গ্রাম ওজনের ইলিশ ৭০০ থেকে ৮০০ টাকা, এক কেজি ওজনের ৯০০ থেকে এক হাজার টাকা।
#সুপ্রিয় দর্শক, বরিশাল বিভাগ কিন্তু ইলিশ মাছের জন্য বিখ্যাত। বরিশালে ইলিশের বাজার কে বলা হয় ফিশারী ঘাট।
বরিশাল ও ইলিশ মাছের জন্য সুবিশাল বড় মাছের আড়ৎ রয়েছে।
চাঁদপুর ও বরিশালের বিখ্যাত ইলিশের বাজার!পদ্মার সুস্বাদু ইলিশ মাছ!The famous big Elisha fish market!
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: