Coromandel Express Accident: ভয়ঙ্কর মৃত্যুপুরী থেকে ফেরেনি বাবা, মেয়ের বিয়ের খবর পেয়ে যা করলেন মন
Автор: Local18 West Bengal
Загружено: 2023-06-06
Просмотров: 123
Описание:
বীরভূম: মেয়ের বিয়ের জন্য প্রয়োজন টাকা। তাই বেশি রোজগারের জন্য ভিন রাজ্যে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন সান্টু সেখ। কিন্তু যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন। তারপর থেকে তাঁর আর খোঁজ মিলছে না। মঙ্গলবার সকাল পর্যন্ত সান্টুর কোন খোঁজ পাওয়া যায় নি। সোমবার সেই সান্টুর বাড়ি গিয়েছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। তিনি বিয়ের বিষয়টি জানা মাত্রই সান্টুর মেয়ের বিয়ের দায়িত্ব নেন। পাশাপাশি বাকি পরিবারের খুদেদের পড়াশুনার দায়িত্ব নেন। এদিন তিনি সংবাদমাধ্যমের কাছে বলেন, দুর্গত মানুষের পাশে দাঁড়াতে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন।
পাইকরের কনকপুর থেকে শুক্রবার শালিমার স্টেশনে গিয়ে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিন যুবক। তারা সান্টু শেখ (৪০), সানাউল শেখ(২৯) ও রফিকুল শেখ (২৮)। তাঁরা রাজমিস্ত্রীর কাজের জন্য কেরালা যাচ্ছিলেন। কিন্তু বালাশোরে তাঁদের ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই সানাউল শেখ ও রফিকুল শেখের মৃত্যু নিশ্চিত হয়েছে। মঙ্গলবার তাঁদের মৃতদেহ জেলায় আসার কথা।
আরও পড়ুন-গ্রামে ফিরল পাঁচ তরতাজা যুবকের নিথর দেহ, বাসন্তী জুড়ে আজ শুধুই বুকফাটা কান্না
আরও পড়ুন-রেলের ‘কবচ’ কোথায়? রেল দুর্ঘটনা নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ ফিরহাদের
অন্যদিকে সান্টু সেখ এখনও নিখোঁজ রয়েছেন৷ ওই তিন পরিবারের সঙ্গে দেখা করতে সোমবার তাঁদের বাড়ি যান মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। সেখানেই সান্টুর স্ত্রী তাঁকে জানান, 'সামনে মেয়ের বিয়ে রয়েছে। সেই কারণে টাকা জোগাড় করতে বাইরে কাজে যাচ্ছিল। সে না ফিরলে মেয়ের বিয়ে কি করে হবে?' তখন চন্দ্রনাথ সিনহা মেয়ের বিয়ের সমস্ত দায়িত্ব নেন। চন্দ্রনাথ সিনহা বলেন, 'রেলের একটা ভুলে শুধু বাংলা নয়, কত রাজ্যের পরিবার নিঃস্ব হয়ে গেল। কিন্তু আমরা তো এভাবে বসে থাকতে পারি না। নিখোঁজ পরিবারের পাশে দাঁড়ালাম।'
Subhadip Pal,#BirbhumNews #Balasore #CoromandelExpressAccident
News18 Local is hyperlocal platform that brings you the latest news updates and videos from districts in Bengali language. News18 Local also covers local events, civic issues, information, festivals, utilities, education and job opportunities, announcements, success stories, historical places, tourist spots around you.
রাজ্যে জেলাগুলির স্থানীয় নিউজ আপডেট এবং ভিডিওর শেষ কথা নিউজ১৮ লোকাল। এখানে মিলবে স্থানীয় তথ্য, উৎসব, শিক্ষা, চাকরির খোঁজ; থাকবে সাফল্যের খবর, ঐতিহাসিক স্থান এবং পর্যটনকেন্দ্রের খবরও।
Follow us @
/ news18bangla
/ news18bengali
/ news18bangla
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: