সরকারি খরচে ড্রাইভিং প্রশিক্ষণ | Driving Training Course 2026 | Driving Course
Автор: Skill and Job News
Загружено: 2025-11-29
Просмотров: 113
Описание:
#driving_test_questions_bd #driving_test_bd
সকল জেলা সরকারি খরচে ফ্রী BRTA Driving Licence 2026 প্রশিক্ষণ | ফ্রিতে ড্রাইভিং শিখুন| SEIP Training
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অধিদপ্তর প্রধানকার্যালয়
বাংলাদেশ-জাপান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র
মিরপুর-২, ঢাকা-১২১৬
Web: www.bgttc.gov.bd
ভর্তি চলছে | ভর্তি বিজ্ঞপ্তি | ভর্তি চলছে
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অর্ন্তগত অধীন কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর বাংলাদেশ-
দেশে-বিদেশে স্থিতিশীল ও দারিদ্র্য পোষামূলক জীবিকার চলমান প্রকল্পের আওতায় পূর্বের “দেশে-বিদেশে কর্মসংস্থানের জন্য অগ্রাধিকার প্রশিক্ষণ প্রদান” প্রকল্পের আওতায় জানুয়ারি-জুন/২০২৪ সেশনের (১৮২ দিন) ৬ মাস মেয়াদী “জাইকা সহযোগিতায়” পরিচালিত পূর্ণাঙ্গ বিআরটি–ভিটি পদ্ধতিতে প্রশিক্ষিত পরিবেশনযোগ্য প্রার্থীদের জন্য দ্যৌনিক ড্রাইভিং কোর্সে প্রশিক্ষণার্থীদের নিয়মিত ভর্তি চলছে।
ভর্তির শর্তাবলী
আবেদনকারীর বয়স ২১ হতে ৪৫ বছর হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম ৮ম শ্রেণি/সমমান পাস হতে হবে।
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অবশ্যই থাকতে হবে।
পূর্বের প্রয়োজনে ড্রাইভিং লাইসেন্স না থাকলে লাইসেন্স সংক্রান্ত কোন প্রকার জটিলতা থাকিলে বিবেচিত হবে।
শারীরিক ও মানসিকভাবে সুস্থ এবং দৃষ্টিশক্তি দৃষ্টিপরীক্ষায় নির্ধারিত মানদন্ডে উত্তীর্ণ হতে হবে।
হাফ/হাঁটি, দূরত্ব দৃষ্টি, চশমাজনিত দূর শারীরিকতা বিবেচনায় উন্নত মানদণ্ড অনুযায়ী বিবেচিত হবে।
উচ্চতা সর্বনিম্ন ৫’-৪’’ হতে হবে।
এই কোর্সে আবাসন ও খাবারের কোন সুবিধা প্রদান করা হয় না।
নির্বাচিত প্রার্থীদের ভর্তি সময় চিকিৎসা/ডাক্তারের সার্টিফিকেট/পানি (ইউরিন) টেস্ট রিপোর্ট জমা দিতে হবে।
একবারে সম্পূর্ণ ভর্তি ও শিক্ষাদানের পর আবেদন প্রত্যাহার কিংবা বাতিল হলে কোন অর্থ ফেরতযোগ্য নয়।
নির্বাচিত প্রশিক্ষণ শিক্ষার পরিবর্তন করা যাবে না।
ক্লাসের সময়সূচি: সকাল শিফট: সকাল ৭:০০ হতে দুপুর ১:০০ পর্যন্ত।
সন্ধ্যা শিফট: বেলা ১:০০ হতে সন্ধ্যা ৬:৩০ পর্যন্ত।
প্রতি শিফটে ২০ জন প্রশিক্ষণার্থী ভর্তি করা হবে।
ভর্তির সময়ের সাথে নিম্নলিখিত কাগজপত্রাদি জমা দিতে হবে:
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এর ফটোকপি ১ কপি
পাসপোর্ট সাইজের ছবি ২ কপি
শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি
শারীরিক পরীক্ষার ফটোকপি
ভর্তির ফরম বিতরণ, জমাদান ও অন্যান্য তথ্যাদি
ফরম বিতরণ ও জমাদান:
০১-১২-২০২৪ হতে ১৪-১২-২০২৪ ইং পর্যন্ত (শুক্রবার ব্যতীত, ছুটির দিন ব্যতীত)।
ভর্তি পরীক্ষা: ১৭-১২-২০২৪ ইং
সময়: ১০:০০ ঘটিকা
স্থান: বাংলাদেশ-জাপান ট্রেনিং সেন্টার
মিরপুর-২, ঢাকা-১২১৬
মৌখিক পরীক্ষা: ১৮-১২-২০২৪ ইং
সময়: ১০:০০ ঘটিকা
স্থান: বাংলাদেশ-জাপান ট্রেনিং সেন্টার
(মৌখিক পরীক্ষায় অনুপস্থিতি অগ্রহণযোগ্য বিবেচিত হবে)।
নির্বাচিত প্রার্থীদের ভর্তি:
১৯-১২-২০২৪ ইং থেকে ২২-১২-২০২৪ ইং (অটোমেটিক ট্রান্স).
প্রশিক্ষণ শুরু: ০১-০১-২০২৫ ইং
বি: দ্র:
প্রাধান্যক্রমে লাইসেন্স সংক্রান্ত সকল প্রকার প্রশিক্ষণার্থীকে বাছাই করতে হবে। বিদ্যমানটি-৫ দৃষ্টিপরীক্ষায় উত্তীর্ণ হয়ে লাইসেন্স পাওয়ার পর প্রকল্পে বাছাই ক্ষমতা বাছাই করে ৮০% ড্রাইভার বিদেশে যাওয়ার সুযোগ বা লাইসেন্স লাভে সহায়তা প্রদান করা হয়।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: