জীবনের মতোই | A Song About Reality of Life | Bengali Emotional Song | Arnab | Audisyn Studios Bangla
Автор: Audisyn Studios Bangla
Загружено: 2025-12-28
Просмотров: 4159
Описание:
📝 ভিডিও ডেসক্রিপশন:
জীবন সব সময় রঙিন হয় না।
কখনো সে নদীর মতো শান্ত,
কখনো আবার গভীর আর নিঃশব্দ।
এই গানটি সেই সব মুহূর্তের জন্য—
যখন চারপাশে মানুষ থাকে,
তবুও মনটা একা হয়ে যায়।
যখন স্বপ্ন ভাঙে,
কিন্তু ভেতরে কোথাও একটা আলো জ্বলে ওঠে—
“চলতেই হবে।”
গিটার আর কণ্ঠের সহজ সুরে বলা
জীবনের না বলা কথাগুলোই এই গান।
শুনে যদি মনে হয়,
এই গানটা তোমার নিজের গল্প—
তাহলেই আমাদের চেষ্টা সার্থক 🌅🎶
🎧 হেডফোনে শুনলে অনুভূতিটা আরও গভীর হবে।
ভালো লাগলে পাশে থেকো, শেয়ার কোরো, ভালোবাসা দিও 💛
🎧 Song Credits:
Song Title: জীবনের মতোই (Jiboner Motoi)
Lyrics: Shanto Mondal
Composition & Music: Audisyn Studios Bangla Team
Singer & Vocals: Arnab
Concept & Direction: Audisyn Studios Bangla Team
Visuals/Edit: Audisyn Studios Bangla Team
📜 Lyrics:
[স্থায়ী]
জীবনটা আর রঙিন ছবি নয়,
ফ্রেমে বাঁধানো সুখও নয়,
হাসির আড়ালে লুকিয়ে থাকে
অনেক না বলা ক্ষয়।
স্বপ্নগুলো ডানায় ভর করে
উড়তে চেয়েও পড়ে যায়,
জীবনটা ঠিক জীবনের মতোই—
সব সময় সহজ হয় না ভাই।
[অন্তরা ১]
ছোট্ট ঘরের এক কোণে বসে
বড় হওয়ার স্বপ্ন দেখি,
মায়ের চোখে লুকোনো ক্লান্তি
বোঝার বয়স হয়নি নাকি?
বাবার হাতে শক্ত রেখা,
ঘামে লেখা হাজার গল্প,
তবু রাতে চাঁদের দিকে তাকিয়ে
মনটা খোঁজে একটু অল্প।
[প্রি-কোরাস]
সবাই বলে সময় বদলায়,
সময় কি আর কথা শোনে?
কেউ এগিয়ে যায় আলোয়,
কেউ হারায় ভিড়ের কোণে।
[স্থায়ী]
জীবনটা আর রঙিন ছবি নয়,
ফ্রেমে বাঁধানো সুখও নয়,
হাসির আড়ালে লুকিয়ে থাকে
অনেক না বলা ক্ষয়।
স্বপ্নগুলো ডানায় ভর করে
উড়তে চেয়েও পড়ে যায়,
জীবনটা ঠিক জীবনের মতোই—
সব সময় সহজ হয় না ভাই।
[অন্তরা ২]
বন্ধু ছিল, পথও ছিল,
ছিল অগাধ বিশ্বাস,
এক এক করে হারিয়ে গেল
সব চেনা আকাশ।
ভালবাসা যে অঙ্ক নয়,
হিসাব মিলিয়ে পাওয়া,
মন ভাঙলে বোঝা যায়
সব পাওয়াই পাওয়া নয় গোয়া।
[ব্রিজ]
তবু ভোর আসে শিশির নিয়ে,
নতুন দিনের ডাক,
ভাঙা মনেও জন্ম নেয়
আবার বাঁচার পাক।
কষ্টগুলো মাটি হয়ে
শিকড়কে দেয় জোর,
আজ না হোক, কাল নিশ্চয়
ফুটবে সুখের ভোর
[শেষ স্থায়ী]
জীবনটা আর রঙিন ছবি নয়,
তবু ছেড়ে দিই না হাত,
অন্ধকারেই জ্বালি প্রদীপ,
সেটাই আমাদের সাধ।
হারতে হারতে শিখে যাই
নিজের মতোই থাকা,
জীবনটা ঠিক জীবনের মতোই—
তবু জীবনটাই ভালোবাসা।
🔗 Stay Connected with Audisyn Studios Bangla:
আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে রাখুন। 🔔
Subscribe:👉 / @AudisynStudiosBangla
📘 Follow Our Facebook Page:👉 https://www.facebook.com/AudisynStudiosBangla
📌Hashtags:
#Arnab
#AudisynStudiosBangla
#BengaliSong
#BengaliEmotionalSong
#LifeRealitySong
#BanglaMusic
#BanglaSong2025
#IndependentBanglaMusic
#GuitarBasedSong
#DeepFeelingSong
#NatureVibes
#RiverSideMood
#SoulfulBangla
#NewBanglaSong
⚠️ Disclaimer:
Please do not re-upload without permission.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: