মাছ কি উড়তে পারে? উড়ুক্কু মাছ। Flying fish 🐟🪽
Автор: M R farme
Загружено: 2025-05-03
Просмотров: 288
Описание:
আজকে ভিডিও সমুদ্রের উড়ন্ত মাছ কে নিয়ে।
ভাবছেন এ আবার কেমন প্রশ্ন? মাছ আবার ওড়ে নাকি? আজগুবি মনে হলেও এটাই সত্যি! এ এমন এক মাছ যা জলেও থাকে আবার উড়তেও পারে।এই মাছের দুটি পাখনা থাকে! আর সেই পাখনাতে হাওয়া ভরা থাকে! বিশ্বজুড়ে ৭১ প্রজাতির এই ধরনের মাছের সন্ধান পাওয়া গেছে!এদের বক্ষ পাখনা প্রসারিত হয়ে ডানার মতন গঠন তৈরী করে। এই মাছের অধিকাংশই সামুদ্রিক এবং সাধারণত ঝাঁক বেঁধে চলে।অতি দ্রুত সাঁতার কাটতে গিয়ে এরা অনেক সময়ে জলের একেবারে উপরিভাগে চলে আসে এবং পাখনা মেলে বাতাসে উড়াল দেয়।উষ্ণমন্ডলের সব সাগরেই এই মাছ দেখা যায়। এদের দৈর্ঘ্য ১০ থেকে ৩০ সেমি অবধি হতে পারে। এরা মূলত শত্রুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই বাতাসে উড়াল দিয়ে থাকে।আকাশে পাখি ওড়ার আট কোটি বছর আগে থেকেই এই মাছের রাজত্ব। ডাইনোসরের আগে থেকেই এ মাছের অস্তিত্ব ছিল।ওড়ার জন্য এই মাছের কিন্তু কোনও ডানা নেই। আছে চ্যাটাল, ঢাউস, ফাঁপা বক্ষপাখনা। পাখনার ভেতরে হাওয়া ভরা থাকায় ওজনেও হালকা। এই বক্ষপাখনার সাহায্যেই বাতাসে ভেসে থাকতে পারে। একে বলে গ্লাইডিং। আরও সহজ করে বললে, বাতাসে ভেসে থাকাজাপান, ভিয়েতনাম, বার্বাডোস ও ভারতে এ মাছ প্রচুর ধরা হয়। খেতেও দারুণ এই মাছ! এবার বলতে পারবেন কী নাম এই মাছের? এই মাছকে আমাদের দেশে 'গরনাই মাছ' বলা হয়! উড়ুক মাছও বলা হয়! flying fish-ও বলা হয়! বাতাসের গতি বা ঢেউয়ের অবস্থার উপর নির্ভর করে এরা ৩০ সেকেন্ড অবধি বাতাসে ভেসে থাকতে পারে। অনেক সময় আরও বেশি সময় ভাসতে পারে!
Animal. পশু, পাখি, মাছ, গাছ গাছালি। সবধরনের পশু পাখি সম্পর্কে ভিডিও। বিভিন্ন জীব জন্তু নিয়ে আলোচনা করা হয় আমাদের চেনেলে। বিভিন্ন গাছের তথ্য, তাছাড়া উভচর, সরৃসিপ, বন ইত্যাদি ।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: