ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজ প্রশ্নোত্তর | পর্ব -01 | 7 College (DU) admission Test 2024
Автор: Sikkhabari
Загружено: 2024-05-02
Просмотров: 57
Описание:
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে অনার্স ভর্তি পরীক্ষা আগামী ১০ মে অনুষ্ঠিত হবে। আবেদন শুরু হবে ২১ মার্চ। চলবে ২৫ এপ্রিল পর্যন্ত।
যারা ভাবতেছে সাত কলেজে পরীক্ষা দিলেই চান্স হয়ে যাবে তারা বোকার স্বর্গে বাস করতেছেন ভালো কলেজ এবং ভালো সাবজেক্ট পেতে আপনাকে ভালোমতো পড়াশোনা করতে হবে এবং অনার্সেও তোমাকে অনেকটা বেগ পেতে হবে যদি ফাস্ট ক্লাস পেতে চাও। মনে রাখবে সম্পূর্ণ প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু ক্লাস নেয় সাত কলেজের শিক্ষকরা। খাতা দেখা, রেজাল্ট দেওয়া থেকে শুরু করে তারপরে খাতার বিভিন্ন কোয়ালিটিমেইনটেইন করে। ক্লাস এটেনডেন্টস ৭৫% থাকতে হয়। তারপর অনেক বন্ধুরা তোমাকে বলবে কিসের আবার সাত কলেজে পরীক্ষা দিবা ??তো তাদের কথায় কান না দিয়ে একটা ভালো কলেজ, একটা ভালো সাবজেক্ট নিশ্চিত করো সরকারি কম খরচে পড়তে পারবে অনার্স।এতে তোমার অনেক উপকার হবে। মাত্র ত্রিশ হাজার টাকার মধ্যে তোমার ৪ বছর কমপ্লিট হয়ে যাবে। তারপর অনেকে বলবে সেশন জট আছে। আরে যারা ভাল রেজাল্ট করে তাদের জন্য সেশন জট নাই চার বছরে বের হচ্ছে তোমরা গুজবে কান না দিয়ে যারা সিনিয়র আছে তাদের কাছ থেকে সবসময় পরামর্শ নিবে। সবার জন্য শুভকামনা রইল ♥️
✅️✅️✅️✅️✅️✅️✅️✅️
মোঃ শরীফ রায়হান খান
বিএসসি অনার্স (ফাস্ট ক্লাস)
এমএসসি ফাইনাল (ফাস্ট ক্লাস)
"গণিত বিভাগ"
সরকারি তিতুমীর কলেজ
(ঢাকা বিশ্ববিদ্যালয়)
Founder,Director and CEO:
Sikkhabari
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: