আমার শরীর দেখানোর দরকার নেই স্পষ্ট জানালেন শ্রুতি /shurti Das news
Автор: celeb life's shot
Загружено: 2025-09-15
Просмотров: 181
Описание:
আমার শরীর দেখানোর দরকার নেই স্পষ্ট জানালেন শ্রুতি /shurti Das news
Video details :-আমার শরীর দেখানোর দরকার নেই স্পষ্ট জানালেন শ্রুতি /shurti Das news
খৈলা পোশাকে তিনি একেবারেই স্বচ্ছন্দ নন, এই কথাটি বলার পরেই বিতর্ক তৈরি হয়ে যায় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যকে নিয়ে। কিছু কিছু অভিনেত্রী যেমন শ্বেতার পক্ষে কথা বলেছেন আবার কেউ কেউ বিপক্ষেও কথা বলেছিলেন। যদিও কেন পোশাকের কথাটি উঠেছিল সেই বিষয় নিয়েও সবকিছু স্পষ্ট করে দিয়েছিলেন শ্বেতা।
এবার শ্বেতার পর শ্রুতি দাসকেও ঠিক তেমনি কিছু ইঙ্গিত দিতে দেখা গেল সোশ্যাল মিডিয়ার হাত ধরে। খুব সম্প্রতি জি বাংলার পর্দায় শুরু হয়েছে শ্রুতি দাস এবং আরাত্রিকা মাইতি অভিনীত ধারাবাহিক ‘জোয়ার ভাটা’। এই ধারাবাহিকের মাধ্যমে প্রায় দুই বছর পর ছোটপর্দায় ফিরে এসেছেন শ্রুতি।
ধারাবাহিকের চরিত্রের পোশাকেই বেশ কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে শ্রুতি লেখেন, ‘আমি একজন রানী এবং আমার শরীর দেখানোর দরকার নেই। আমি জানি আমার মূল্য কি, এই জগতে টিকে থাকার জন্য যা যা প্রয়োজন তার সবকিছুই আমার কাছে আছে, তোমার মনোযোগের প্রয়োজন নেই আমার।’
শ্রুতি আরও লেখেন, ‘আমি হলাম সেই সিংহী, যে বাকিদের জন্য লড়াই করেছিল। আমি সেই ফিনিক্স যে ছাই থেকে আবার উঠে এসে দাঁড়িয়েছে। নিজের সাম্রাজ্য গড়েছে। আমার একমাত্র ড্রামা হলো চোখের পাপড়ি, ভিড়ের মধ্যে আমাকে আলাদা করে চেনা যায়।’
সবশেষে শ্রুতি লেখেন, ‘আমি তোমার চোখের মিষ্টি সাজ নই, আমি আত্মার খাবার। আমি আমার বুদ্ধি দিয়ে আমি তোমার ভেতরে সত্যটা দেখে ফেলি। আমি আমার খেলার নিয়ম বদলেছি, হ্যাঁ যেমন বলেছিলাম। সময় যেতে যেতে ভাগ্যও বদলে যায়, ভালবাসতে থাকো।’
শ্রুতি যে লেখাটি লিখেছেন সেটি
চরিত্রের দিক থেকে লেখা নাকি তিনি নিজের ভাবনা তুলে ধরেছেন সেটা বোঝার উপায় নেই, তবে কোথাও না কোথাও এই লেখাটির সঙ্গে শ্রুতির ব্যক্তিগত জীবনের মধ্যে অনেক মিল পাওয়া যায়।
#celeb
#entertainment
#celeblife's shot
#zee Bangla
#shruti Das
#Aratrika Maiti
#Dibyani Mondal
#entertainment
#shruti Das
#বাংলার বিনোদন
#জী বাংলা
#Bangla entertainment
#Aratrika Maiti
#entertainment
#shruti Das
Disclaimer :-Celeb life's shot - এই you tube channel এ প্রকাশিত ভিডিও গুলি র তথ্য বিভিন্ন সংবাদ মাধ্যম, নিউজ ওয়েব সাইট, সামাজিক মাধ্যমে ব্যবহৃত বিভিন্ন মতামত ও নিজস্ব কিছু উৎস থেকে নেওয়া হয়ে থাকে। আমরা কোন সংবাদ মাধ্যম নই আমাদের তথ্য ১০০%সঠিক নাও হতে পারে। আমরা কোনও রকম চমক প্রদ তথ্য আগাম জানাই না যা সংশ্লিষ্ট ব্যাক্তি বা প্রতিষ্ঠানের কোনো রকম ক্ষতি করতে পারে। আমরা কোনো রকম ভিডিও ব্যাবহার করি না যা কারোর ব্যক্তিগত বা প্রতিষ্ঠানের কাছে আপত্তি কর। আমরা তথ্যের খাতিরে কোনো ক্লিপিংস ব্যবহার কললেও সেখানে আমাদের কোনো রকম অসৎ উদ্দেশ্যে থাকে না। তা শুধুমাত্র তথ্য প্রদানেই দিয়ে থাকি। আমরা কোন রুপ পাইরেসি কে সমর্থন করি না।
https://www.instagram.com/celeb_lifes...
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: