জ্ঞান অর্জনের গুরুত্ব।মাওলানা আব্দুল হামিদ। জুমআ'র বয়ান।
Автор: Maulana Abdul Hamid
Загружено: 2020-11-19
Просмотров: 168
Описание:
.১৩ই নভেম্বর, ২০২০ রাসূলে খোদা জামে মসজিদ, খ্রিস্টান পাড়া, গোপালগঞ্জে প্রদত্ত জুমআ'র খুতবা।
গোপালগঞ্জ এস কে আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদ।দীর্ঘ পয়ত্রিশ বছর অত্যন্ত সুনামের সাথে তিনি অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন।তিনি ছাত্রজীবন পার করেছেন দেশের বিভিন্ন মাদ্রাসায় এবং সবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে।একজন বিশিষ্ট শিক্ষানুরাগী এবং সমাজসেবক হিসেবে তিনি সর্বজনশ্রদ্ধেয়। শিক্ষার বিস্তারে তার আন্তরিকতা তাকে একাধিক মাদ্রাসা এবং স্কুল প্রতিষ্ঠায় উদ্বুদ্ধ করেছে। নারীশিক্ষার বিস্তারে গোপালগঞ্জের প্রাণকেন্দ্রে একটি মহিলা কামিল মাদ্রাসাও স্থাপন করেছেন। মানুষ হিসেবে উচ্চ নৈতিকতা এবং উদারচিন্তা তাকে দল-মত, জাতি-ধর্ম নির্বিশেষে সকলের আস্থাভাজনে পরিণত করেছে।গোপালগঞ্জের 'রাসূলে খোদা জামে মসজিদে' তিনি নিয়মিত জুমআ'র খুতবায় বিষয় ভিত্তিক আলোচনা করে যাচ্ছেন।
আলোচনা নিয়মিত শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: