তারকেশ্বর মঠের ভূতপূর্ব মোহন্ত মহারাজ শ্রী শ্রী দন্ডীস্বামী ঋষিকেশ আশ্রম মোহন্ত মহারাজ পরলোক গমন করল
Автор: TARAPADHA Bhavan Krishna
Загружено: 2018-07-05
Просмотров: 1481
Описание: তারকেশ্বর মঠের ভূতপূর্ব মোহন্ত মহারাজ শ্রী শ্রী দন্ডীস্বামী ঋষিকেশ আশ্রম মোহন্ত মহারাজ পরলোক গমন করলেন। শনিবার রাত ১১ টা নাগাদ ঝাড়খণ্ডের ধানবাদে কাঁকুড় শ্রী শঙ্কর মঠে পরলোকগমন করেন তিনি। ১৯৫২ খ্রিস্টাব্দের ৫ই এপ্রিল তারকেশ্বর মঠের দায়িত্বভার গ্রহণ করেছিলেন । ২০১১ সালের শেষ এবং ২০১২ সালের প্রথমদিকে দায়িত্ব থেকে অব্যাহতি নেন তিনি।প্রায় ৬০ বছরের ওপরে তারকেশ্বরের মোহন্ত মহারাজ হিসেবে ছিলেন তিনি। আধ্যাত্মিক বিষয় ওনার জ্ঞানে পরবর্তীকালে ওনাকে জগৎ গুরু শঙ্করাচার্য সম্মানে ভূষিত হন। তারকেশ্বর মন্দির এ সকলের বড় বাবা নামে পরিচিত তিনি। তারকেশ্বর মঠের ইতিহাসে সবথেকে কম বয়সে মোহন্ত মহারাজ এর দায়িত্ব পেয়েছিলেন তিনি। মহারাজের মৃত্যুর খবর পেয়ে তারকেশ্বর থেকে কয়েক হাজার ভক্ত ঝাড়খণ্ডের মঠে মহারাজ কে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করতে পৌঁছান।ঝাড়খণ্ডের ধানবাদে কাঁকুড় শঙ্কর মঠে মোর আজকে সমাধিস্থ করা হয়।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: