বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (BIWTA) নিম্নমান সহকারী/সময় রক্ষক/ কোষাধ্যক্ষ প্রশ্ন সমাধান
Автор: Job Exam Mate BD
Загружено: 2023-10-13
Просмотров: 8207
Описание:
#Job_Exam_Mate_BD
Mobile: 01735778503
Mail: [email protected]
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (BIWTA) নিম্নমান সহকারী/সময় রক্ষক/ সহকারী কোষাধ্যক্ষ প্রশ্ন সমাধান Exam Date: 13-10-2023
FB Page: https://www.facebook.com/profile.php?...
Facebook Group : / 822928402412283
ইংরেজি (নম্বর: ১৫)
1.Translate into English.
i) আমরা মুক্তিযোদের সম্মান করি।
উত্তর: We respect freedom fighters.
ii) মূল্যবৃদ্ধিতে মুদ্রাস্ফীতি বলে।
উত্তর: The rise in prices is called inflation.
iii) প্রতি শুক্রবার আমি এখানে আসি।
উত্তর: I come here every Friday.
iv) সততাই সর্বোৎকৃষ্ট নীতি।
উত্তর: Honesty is the best policy.
প্রশ্ন ২। নিচের প্রশ্নগুলোর সঠিক উত্তর লিখুন। (৬×১ = ৬)
(বাক্যের আন্ডারলাইন করার অর্থ লিখুন)
i) You may come across new challenges
উত্তর: মুখোমুখি হওয়া
ii) If I were a bird, I could fly.
উত্তর: আমি যদি পাখি হতাম
বাক্যের অর্থ: আমি যদি পাখি হতাম, আমি উড়তে পারতাম।
(বাক্যের শূন্যস্থান পূরণ)
iii) I'm independent---------my boss
উত্তর: of
iv) He assigned the task-------me.
উত্তর: to (সে আমাকে কাজটি অর্পণ করল।)
v) Smoking tells-----------our health.
উত্তর: upon
vi) Does he plays volleyball on the beach?
উত্তর: Does he play volleyball on the beach?
প্রশ্ন নং-৩: Write a paragraph in English on 'Air Pollution'. ৫
বাংলা (নম্বর: ১৫)
প্রশ্ন নং-৪: নিচের প্রশ্নগুলোর উত্তর দিন। (১০×১=১০)
i) কাজী নজরুল ইসলাম কোন সাহিত্যকর্মটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছেন?্
উত্তর: সঞ্চিতা
ii) বাংলা ভাষায় যতি চিহ্নের প্রচলন করেন কে?
উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
iii) আকাশে চরে যে- এক কথায় প্রকাশ কী হবে?
উত্তর: খেচর
iv) একই সময়ে বর্তমান- এক কথায় কী হবে?
উত্তর: সমসাময়িক
v) 'শাঁখের করাত' বাগধারাটির অর্থ কী?
উত্তর: উভয় দিকে বিপদ
vi) কামারনী, ননদ, অভিসারিণী ও সতীন এ ৪টি শব্দের মধ্যে কোনটির পুরুষবাচক শব্দ নেই?
vii) মনীষা - শব্দের সন্ধি বিচ্ছেদ কী?
viii) 'পাণি' শব্দটির অর্থ কী?
ix) অনাশ্রিত কোন সমাস?
x) ইংরেজি বাগধারা once in a while - এর অর্থ কী?
উত্তর: মাঝে মাঝে
প্রশ্ন ৫। 'নগরায়ণ' সম্পর্কে ১টি অনুচ্ছেদ লিখুন। (৫)
গণিত (নম্বর: ১৫)
প্রশ্ন ৬। নিচের প্রশ্নগুলোর শুধু উত্তর লিখুন। (৫×১=৫)
(Calculation এর জন্য প্রশ্নপত্রের পেছনের পৃষ্ঠা ব্যবহার করুন)
i) একটি কাজের ১/৩ অংশ শেষ হয় ৩ দিনে। ঐ কাজের ও তিনগুণ কাজ সম্পন্ন করতে কতদিন লাগবে?
ii) যদি a=√3+√2 হয় তবে a^3+1/a^3 এর মান কত?
iii) দুইটি সংখ্যার অর্ধেকের যোগফল 40। যদি তাদের পার্থক্যের এক চতুর্থাংশ সমান 18 হয়, তাহলে ছোট সংখ্যাটি কত?
iv) যদি একটি সংখ্যা 'x' এর ১২০% এবং অপর একটি সংখ্যা y এর ৮০% হয়, তাহলে (x+y) এর মান কত?
v) x ও y এর মানের গড় ৯ এবং z = ১২ হলে, x,y,z এর মানের গড় কত হবে?
প্রশ্ন: ৭। প্রথম ১০ কেজি পরিবহনের জন্য প্রতি কেজিতে ৫ টাকা এবং ১০ কেজির উপরে প্রতি কেজিতে ৪ টাকা ফি নেওয়া হয়। ১৭ কেজি পরিবহনের জন্য কত ফি দিতে হবে?
প্রশ্ন-০৮: নিচের সমীকরণ গুলো থেকে x,y,z এর মান বের করুন।
x+y+z=6------(i)
2x+y+z=7-----(ii)
3x+y+2z=-5-----(iii)
সাধারণ জ্ঞান (নম্বর ১৫)
প্রশ্ন নং-০৯: নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন।
১) ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর কতজন পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ করে?
উত্তর: ৯৩ হাজার সৈন্য।
২) ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণের মূল বক্তব্য কী ছিল?
উত্তর: মুক্তি সংগ্রামের ঘোষণা
৩) মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস হাঙড় নদী গ্রেনেড এর রচিয়তা কে?
উত্তর: সেলিনা হোসেন
৪) বাংলাদেশের অষ্টম পঞ্চবার্ষীকি পরিকল্পনার মেয়াদকাল কত?
উত্তর: জুলাই ২০২০- জুন ২০২৫
৫) ঐতিহাসিক ২১ দফার প্রথম দফা কী ছিল?
উত্তর: বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা
৬) টেকসই উন্নয়ন লক্ষ্য (SDGs) এর ৪র্থ লক্ষ্যটি কী?
উত্তর: মানসম্মত শিক্ষা (Quality Education)
৭) এশিয়া কাপ ২০২৩ এর টুর্নামেন্ট সেরা হয়েছেন কে?
উত্তর: কুলদীপ যাদব (ভারত)
৮) কোন প্রণালীটি শ্রীলংকা ও ভারতকে পৃথক করেছে?
উত্তর: পক প্রণালী
৯) শেষ মুঘল সম্রাট কে ছিলেন?
উত্তর: বাহাদুর শাহ
১০) সৌরজগতের সবচেয়ে দ্রুততম গ্রহ কোনটি?
উত্তর: বুধ
১১) কীবোর্ডে কয়টি 'arrow keys' পাওয়া যায়?
উত্তর: ৪ টি
১২) BIOS এর পূর্ণরূপ কী?
উত্তর: Basic Input Output System
১৩) Microsoft Corporation-এর CEO কে?
উত্তর: সত্য নাদেলা
১৪) এক্সেলে ফাংশন কমান্ড পাওয়া যায় কোন মেন্যুতে?
উত্তর: Insert
১৫) MS PowerPoint Slide Show থেকে চালানোর জন্য কীবোর্ডের কোন বোতামটি চাপতে হয়?
উত্তর: Ctrl+F5
ব্যবসায় শিক্ষা (নম্বর: ১০)
প্রশ্ন ১০। নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন। (১০×১=১০)
১। জাতীয় আয় গণনায় অর্থনেতিক খাত কতটি?
উত্তর: ১৯ টি
২। ট্রেজারি বিল (T-bill) কোন প্রতিষ্ঠান ইস্যু করে?
উত্তর: বাংলাদেশ ব্যাংক
৩। মাসলোর চাহিদা সোপানের চাহিদার শেষ স্তর কোনটি?
উত্তর: আত্মউপলব্ধি
৪। বাংলাদেশে কার্যরত 'Woori Bank' কোন দেশের?
উত্তর: দক্ষিণ কোরিয়া
৫। CDBL এর পূর্ণরূপ কী?
উত্তর: Central Depository Bangladesh Limited
৬। 'Blue Economy - প্রত্যয়টি কোন বিষয়ের সাথে সর্ম্পকিত?
উত্তর: সমুদ্র অর্থনীতি। সমুদ্র সম্পদের সর্বোত্তম ব্যবহার Blue Economy এর মূল বিষয়।
৭। যে পদ্ধতিতে প্রতিটি লেনদেন 'ডেবিট' এ 'ক্রেডিট' উভয়দিকে লিপিবন্ধ করা হয় তাকে কী বলে?
উত্তর: দুতরফা দাখিলা পদ্ধতি
৮। 'আলম ট্রেডার্স' লিটন এন্টারপ্রাইজের নিকট হতে ১০% বাট্টায় ৬০,০০০ টাকার পণ্য ক্রয় করে অর্ধেক মূল ও অর্ধেক মূল্য চেকে প্রদান করে। 'আলম ট্রেডার্স' ক্রয় হিসাবে ডেবিট করবে কত টাকা ?
৯। নিট লাভের অর্থ কে দাবি করতে পারে?
উত্তর: সাধারণ শেয়ার হোল্ডাররা
১০। বিক্রিত পণ্যের ব্যয় ৪০,০০০ টাকা মুনাফার হার ব্যয়ের ২৫% হলে বিক্রয়মূল্য কত?
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: