সালমান খান বিবাহিত, তার স্ত্রী-সন্তান বিদেশে : ইন্ডিয়াডটকমের খবর
Автор: LOL TV BD
Загружено: 2017-11-21
Просмотров: 48
Описание:
কবে বিয়ে করবেন সালমান খান? এমন প্রশ্ন সব সময়ই ঘোরাফেরা করে বি টাউনে। সঙ্গীতা বিজলানি থেকে ঐশ্বরিয়া কিংবা হালের ক্যাটরিনা বা ইউলিয়া, ‘ভাইজানে’-র জীবনে একের পর এক বান্ধবীর প্রবেশ ঘটেছে বটে, কিন্তু স্থায়ী হয়নি।
আর তাই বলিউডের অন্যতম ‘এলিজিবল ব্যাচেলর’ কবে বিয়ে করবেন, তা নিয়ে জল্পনার অন্ত নেই। কিন্তু, সম্প্রতি বেশ কয়েকটি সূত্র থেকে একটু অন্যরকম দাবি করা হচ্ছে সালমানের বিয়ে নিয়ে।
বিষয়টি খুলেই বলা যাক তাহলে। সোশ্যাল সাইটে সম্প্রতি সালমানের বিয়ে নিয়ে বেশ কিছু তথ্য ছড়ানো হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কিছু ব্যক্তি দাবি করেছেন, সালমান বিবাহিত। তার স্ত্রী ভারতীয় নন, তিনি বিদেশে থাকেন। এমনকী, সালমানের নাকি এক সন্তানও রয়েছে বলে দাবি।
এখানেই শেষ নয়, সালমানের স্ত্রী-সন্তানের কথা তার কাছের মানুষরা জানেন বলেও দাবি করা হয়েছে। পাশাপাশি সালমান কেন বিয়ে করতে পারেন না? তিনি তো একজন মানুষ। তাই তারও স্ত্রী-সন্তান থাকতে পারে- এমন মতামতও শোনা যাচ্ছে।
সম্পর্ক নিয়ে বরাবরই বেশ খোলামেলা সালমান খান। সে ঐশ্বরিয়ার সঙ্গে ব্রেকআপের পর বিবেক ওবেরয়কে হুমকি দেওয়া হোক কিংবা ক্যাটরিনার জন্য রণবীরের সঙ্গে সম্পর্ক তলানিতে পৌঁছে যাওয়া, সব সময়ই জীবনকে প্রায় ‘খোলা খাতা’-র মতো প্রকাশ করা সালমান কি না বিয়েটাই সেরে ফেললেন চুপি চুপি! সূত্র : ইন্ডিয়া ডট কম
এমটিনিউজ/এসএস
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: