সফল মন্ত্র (Book Review) রউফুল আলম (Sofol Montro) বই রিভিউ
Автор: M Shahanul Islam
Загружено: 2022-05-06
Просмотров: 427
Описание:
তোমাকে বিশ্বাস করতে হবে তোমার জীবনের একটা ভ্যালু আছে। যে জীবন পেয়েছো, সেটা একটা গিফট। Life is a gift, cherish it! এটার মূল্য তোমাকেই দিতে হবে। এটার মূল্য তোমাকেই বাড়াতে হবে। অন্য কেউ তোমার জীবনের মূল্য বাড়াবে না।
তোমাকে মনে রাখতে হবে, তুমি যদি পৃথিবীর মহামানুষটিও হয়ে যাও, তবুও কেউ না কেউ তোমার খারাপ চাইবে। তোমার ত্রুটি খুঁজবে। তোমাকে কাঁদা ছুড়বে। তোমাকে শিখতে হবে কি করে ইগনোর করতে হয়। তোমাকে শিখতে হবে কি করে কর্ম দিয়ে জবাব দিতে হয়। মানুষকে আঘাত করে জবাব দেয়া সহজ। কিন্তু তুমি যদি তোমার কাজ দিয়ে, তোমার আলো দিয়ে অন্যকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করতে পারো—সে জবাব সর্বোত্তম!
লাইফ ইজ এ জার্নি। এখানে থেমে থাকা যাবে না। বরং এটাকে উপভোগ করতে হবে। প্রবাদ আছে, Ships in harbor are safe, but that is not what ships are built for—তীরে নৌকা নিরাপদ, কিন্তু এজন্য তো তৈরি হয়নি তরী। তুমি যদি দক্ষ নাবিক হতে চাও, তাহলে উত্তাল সমুদ্রেই বইতে হবে তরী।
তোমার আচরণ, ভাবনা, চিন্তার জগৎ, কর্ম ও স্বপ্ন নিয়ে ভাবো। বিশ্লেষণ করো। যদি সেখানে খটকাময় কিছু পাও তাহলে, তোমার আশপাশের বন্ধু ও পরিচিতদের চিহ্নিত করো। প্রয়োজনে কারো কাছ দূরে সরে যাও, নয়তো ছাঁটাই করো।
……………………….
সফল মন্ত্র বই থেকে
ভুলত্রূটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন দয়া করে, পাশে থাকার জন্য ধন্যবাদ।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: