গঙ্গা কে? তিনি কিভাবে পৃথীবীতে এলেন? গঙ্গাস্নান করলেই কি পাপ দূর হয়? || Devi Ganga
Автор: Pouranik Kotha Kahini
Загружено: 2023-06-06
Просмотров: 447
Описание:
গঙ্গা কে? তিনি কিভাবে পৃথীবীতে এলেন? গঙ্গাস্নান করলেই কি পাপ দূর হয়? || Devi Ganga
গঙ্গা নদীর বিশেষ মাহাত্ম্য রয়েছে আমাদের দেশে। কিন্তু গঙ্গা কী ভাবে পৃথিবীতে নেমে এল পুরাণের সেই অবাক করে দেওয়া গল্পটা জানা আছে? ভগীরথ নামে এক রাজা গঙ্গাকে স্বর্গ থেকে পৃথিবীতে নামিয়ে আনেন।
হাইলাইটস
➤হিন্দুদের কাছে গঙ্গা শুধু একটি নদী নয়, একে মা হিসেবে মনে করা হয়।
সেই কারণ গঙ্গাকে 'মা গঙ্গা' বা 'গঙ্গা মাতা' বলা হয়ে থাকে।
মনে করা হয় গঙ্গার জল সর্ব পাপনাশিনী।
গঙ্গায় স্নান করলে সব পাপ মুছে যায় বলে প্রচলিত বিশ্বাস।
আমাদের দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নদী হল গঙ্গা। গঙ্গোত্রী হিমবাহ থেকে এই নদীর উত্পত্তি। উত্তর এবং উত্তর-পূর্ব ভারতের মধ্যে দিয়ে বয়ে এসে গঙ্গা নদী বঙ্গোপসাগরে মিশেছে। আমাদের দেশে গঙ্গা নদীর সঙ্গে ধর্মীয় মাহাত্ম্য জড়িয়ে আছে অঙ্গাঙ্গী ভাবে। হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা এই নদীকে স্বর্গের নদী বলে মনে করেন। সেই কারণে গঙ্গাকে দেবী জ্ঞানে পুজো করা হয়।
হিন্দুদের কাছে গঙ্গা শুধু একটি নদী নয়, একে মা হিসেবে মনে করা হয়। সেই কারণ গঙ্গাকে 'মা গঙ্গা' বা 'গঙ্গা মাতা' বলা হয়ে থাকে। মনে করা হয় গঙ্গার জল সর্ব পাপনাশিনী। গঙ্গায় স্নান করলে সব পাপ মুছে যায় বলে প্রচলিত বিশ্বাস। গঙ্গা নদীর অনেক নাম আছে। তার মধ্যে একটি নাম হল ভাগীরথী। গঙ্গার প্রতিটি নামের পেছনেই পুরাণের কোনও না কোনও গল্প আছে। আজ আমরা আলোচনা করব কেন গঙ্গার নদীর নাম ভাগীরথী, সেই নিয়ে।
পুরাকালে এক রাজা ছিলেন, তাঁর নাম ছিল ভগীরথ। সাগর রাজবংশের এই রাজা ছিলেন অত্যন্ত জ্ঞানী ও দয়ালু। তিনি বড় হয়ে জানতে পারেন তাঁর ৬০ হাজার পূর্বপুরুষ কপিল ঋষির অভিশাপ ছাই হয়ে গিয়েছেন। ভগীরথের এই ৬০ হাজার পূর্বপুরুষ পাপ কাজ করায় কপিল ঋষি ক্রুদ্ধ হয়ে তাঁদের অভিশাপ দিয়ে ছাই করে দেন। এই পূর্বপুরুষদের প্রাণ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন ভগীরথ। গুরু তীর্থলার পরামর্শ মেনে ব্রহ্মা ও বিষ্ণুকে তুষ্ট করার জন্য কঠোর তপস্যা শুরু করেন ভগীরথ।গঙ্গা বলেন যে তিনি পৃথিবীতে নেমে আসতে পারেন। কিন্তু তাঁর প্রচণ্ড স্রোতে পৃথিবী বন্যায় ভেসে যাবে। তখন ভগীরথ মহাদেবের কাছে গিয়ে তাঁর সাহায্য প্রার্থনা করেন। পুরো বিষয়টা জেনে মহাদেব জানান যে তিনি গঙ্গাকে নিজের জটায় আবদ্ধ করে ফেলবেন। তারপর সেখান থেকে ধীর স্রোতে গঙ্গাকে পৃথিবীতে পাঠাবেন। এর ফলে গঙ্গার পূণ্যস্রোতে পৃথিবী সুজলা সুফলা হয়ে উঠবে।মহাদেবের প্রস্তাবে সম্মত হয়ে গঙ্গা তাঁর জটায় অবস্থান করেন। সেখান থেকে নিয়ন্ত্রিত স্রোতে তিনি পৃথিবীতে নেমে আসেন। গঙ্গার স্পর্শে ভগীরথের ৬০ হাজাপ পূর্বপুরুষ মুক্তি পান। ভগীরথ গঙ্গাকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন বলে এই নদীর আরও একটি নাম হল ভাগীরথী।
➤ If you find this video helpful and informative, please hit the LIKE button, make a COMMENT & SHARE the video with your friends. Don't forget to SUBSCRIBE to this channel and hit the BELL ICON to get more informative videos on your feed. Hare Krishna.
➤ Disclaimer:
Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
@pouranikkothakahini @answer the question answer the question
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: