সোনারগাঁও চৌরাস্তায় ফুটওভার ব্রীজে ছাউনি না থাকায় চরম ভোগান্তি পারাপারের যাত্রীদের
Автор: জানা অজানা
Загружено: 2019-09-23
Просмотров: 217
Описание: সোনারগাঁও প্রতিনিধিঃ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে বাসস্ট্যান্ড ও স্থানিয় বাজারসহ ব্যস্ততম এলাকা মোগড়াপাড়া চৌরাস্তায় জনগনের চলাচলের সুবিধার জন্য ফুট ওভারব্রীজ নির্মান করা হলেও এতে কোন ছাউনি নাই। সরেজমিনে ঘুরে দেখা যায়, রোদ বৃষ্টি ঝড়ে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ পথচারীদের। সড়ক পার হতে দুর্ঘটনা এড়াতে এখন জনগন অনেক সচেতন হলেও। পারাপারের পথ যাত্রীরা আবার কেউ মনে করেন। মাঝেমধ্যে দেখা যায় ফুটওভার ব্রিজে ফুটপাতের দোকানগুলোতে পারাপারে বিঘ্ন ঘটে। পথচারী ইকবাল হোসেন জানান এই অভিযোগ। প্রতিদিন হাজার হাজার মানুষ ব্যবহার করছে এই ওভারব্রীজ। আর বর্তমানে বর্ষা ও গ্রীষ্ম মৌসুমে কথনো কখনো তীব্র গরম আবার হুটহাট বৃষ্টিতে বিপাকে পড়তে হয় তাদের। ঝুঁকি নিয়ে আর রাস্তা পার হতে হয়না। কিন্তু এত দীর্ঘ ওভারব্রীজে ছাউনি না থাকায় আমি দু’দিন বৃষ্টিতে ভিজেছি, কারন কলেজ বাস নিচে অপেক্ষা করছে। ছাউনি থাকলে অনেক সুবিধা হতো। আবার কেউ কেউ অভিযোগ করেন। রাস্তার দুই পাশেই অনেক মার্কেট ও বাজার থাকায় সব সময়ই দরকারি প্রয়োজনে মানুষকে এপার থেকে ঐপার আসা যাওয়া করা লাগে। তখন রোদ বৃষ্টিতে ভিজে পারাপার হতে হয়। আবার হঠাৎ বৃষ্টি নামলে মালপত্র নিয়েই ভিজে যেতে হয়। ওভারব্রীজের গোড়ায় কোন যাত্রী ছাউনিও না থাকায়, বৃষ্টি আসলে মানুষ দৌড়ে ছুটাছুটি করে কোন না কোন মার্কেটে গিয়ে আশ্রয় নেয়। পথচারীরা দাবি করেন রাস্তার দুইপাশে যাত্রী ছাউনি থাকলে অনেক ভালো হতো। এক পথচারীর মন্তব্য, ঢাকায়ত দেখি ওভারব্রীজ ব্যবহারে উদ্বুদ্ধ করতে সরকার কত উদ্যোগ নেয়। সেখানে লিফটও লাগায় দিছে, আর আমাগো সোনারগাঁয়ে লিফটও নাই ছাউনিও নাই, কোন সুবিধাই নাই। অভার বিরিজ ব্যবহারকারী এক পারাপার যাত্রী বলেন। মানুষ যদি সুবিধাই না পায় তাহলে কষ্ট করে এত উপরে উঠে দীর্ঘ ওভারব্রীজ কেন ব্যবহার করবে ? তিনি আরো বলেন। তাই কষ্ট এড়াতে শটকাটে নিচে সড়কের ফাঁক-ফোকর দিয়ে রাস্তা পার হইলাম। এই ব্রিজের উপরে ছাউনি নির্মাণ করার দাবি সাধারণ জনগণের।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: