সাত শহিদের মাজার - কমলাকান্দা - নেত্রোকোণা E584
Автор: DRMC EXPLORERS
Загружено: 2025-08-27
Просмотров: 187
Описание:
৯/০৭/২০২৫
নেত্রকোনা ভ্রমণ: যাত্রা শুরু ০৯ জুলাই দুপুর ১টায় কমলাপুর রেল স্টেশন থেকে। ঢাকা ময়মনসিংহ রেলস্টেশন বিকাল ৬টায়, নেত্রকোনার রেলস্টেশন সন্ধ্যা ৭টায়। স্বাবলম্বী উন্নয়ন সমিতি রেস্টহাউসে রাত্রি যাপন। বড় বাজার - সালতি হোটেলে রাতের খাবার। পরেরদিন সকালে রেন্ট্রিতলা বাস স্ট্যান্ড, কলমাকান্দায় সকালের নাস্তা। কলমালান্দা থেকে পাচগাও বর্ডার হয়ে চন্দ্রডিংগা পাহাড়, লেংগুড়া। চিনামাটির পাহাড়, দূর্গাপূর, বিজয়পুর। সাত শহীদের মাজার, লেংগুড়া, কমলাকান্দা। শিবগঞ্জ বাজারে লাঞ্চ করে শোমেষ্মরী নদীতে গোসল।শেষে সাদাপাহাড় বা চিনামাটির পাহাড় দর্শন। রাত ৯টায় ময়মনসিংহ রেলস্টেশন থেকে ট্রেনে করে ঢাকায় ফিরে মাজহার স্যারের বাসায় রাত্রি যাপন এবং ১১ জুলাই সকাল ১০ টায় বাসায়।
সহযাত্রী: রিংকু, মাজহার, জাহিদ, ওয়াজিব উল্লাহ, তরিকুল ইসলাম, বড় জাহিদ ভাই ও শাহাদাত ভাই।
১৯৭১ সালের ২৬ই জুলাই বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন তিন রাস্তার মিলনস্থলে পাক বাহিনীর সাথে বন্দুক যুদ্ধে সাত জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিলেন। পরবর্তীতে বীর মুক্তিযোদ্ধাদের মরদেহ লেঙ্গুরা ইউনিয়নের ফুলবাড়ি নামক স্থানে সমাহিত করা হয়, যা সাত শহীদের মাজার নামে পরিচিত
ডাঃ আব্দুল আজিজ
মোঃ ফজলুল হক
মোঃ ইয়ার মাহমুদ
ভবতোষ চন্দ্র দাস
মোঃ নূরুজ্জামান
দ্বিজেন্দ্র চন্দ্র বিশ্বাস
মোঃ জামাল উদ্দিন
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: