রান্না ঘরের শাক-সবজির খোসা দিয়ে জৈব সার, আমার ছাদ কৃষি বাংলার ঐতিহ্য, পাট-২৪,
Автор: আমার ছাদ কৃষি
Загружено: 2020-04-19
Просмотров: 361
Описание: #আমার_ছাদ_কৃষি#রান্নাঘরের_সব্জিরখোসা_দিয়ে_জৈবসার#বাংলা_দেশআস্সালামু আলাইকুম, প্রিয় ভিউয়ারস Wel come beak to my channel, আমার ছাদ কৃষি বাংলার ঐতিহ্য, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি, আমার আজকের ট্রপিক টাইটেল এবং থাম্বনেইল এ দেওয়া আছে। যাক আজ আমি আমার ছাদে টবে রান্না ঘরের শাক-সবজির খোসা দিয়ে জৈব সার বানানো এবং গাছে কিভাবে প্রয়োগ করতে হয়, সেই ব্যাপারে আজকের আলোচনা। ভিডিও টি ভালো লাগলে একটি লাইক দিবেন, কিছু জানতে হলে কমেন্ট করে লিখে জানান, আর আমার চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেননি, তাহারা দয়া করে একটু সাবস্ক্রাইব করুন প্লিজ, আর পাশে থাকা বেল নোটিফিকেশন টি ক্লিক করুন এবং অল বাটন টি সিলেক্ট করে দিন । এতে আমার যে কোন ভিডিও আপলোড করলে তাঁর সঙ্গে সঙ্গে নোটিফিকেশন টি পেয়ে যাবেন সবার আগে , আশা করি আমার ভিডিও টি ভালো লেগেছে, যেহেতু আমার চ্যানেল টি নতুন, সেহেতু বেশী বেশী শেয়ার করে বন্ধুদের কে দেখার সুযোগ করে দিন। আজ এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষনে আপনারা সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আবারো সালাম জানিয়ে শেষ করছি, আল্লাহ হাফেজ।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: