শীতে ফিঞ্চ পাখি পালনে সতর্কতা | Warning and Winter Care For Finch bird | Finch Pakhi Palon
Автор: grow life
Загружено: 2023-11-10
Просмотров: 9675
Описание:
শীতে ফিঞ্চ পাখি পালনে সতর্কতা | Warning and Winter Care For Finch bird | Pakhi Palon
যদি আমরা জেব্রা ফিঞ্চ এর কথা বলি তবে এই জেব্রা ফিঞ্চ পাখিটি অন্যান্য পাখি যেমন বাজরিগার লাভ বার্ড বা ককাটেল এর থেকে অনেক বেশি দুর্বল হয়। দুর্বল হয় মানে আমি বোঝাতে চাচ্ছি এটা অনেক বেশি সেনসিটিভ হয়। আচ্ছা আমি কেন বললাম সেনসেটিভের কথা এটা মূলত বলছি কিছু কারণে আপনি খেয়াল করে দেখবেন এ পাখিটার গরম অতিরিক্ত লাগে আবার শীত এসে গেলে শীত অতিরিক্ত লাগে। সাধারণভাবে এরা খুবই সোশ্যাল বার্ড এবং খুবই সুন্দর স্বভাবের পাখি কিন্তু এ পাখিটির সাথে একটা সমস্যা হল এদের খুব দ্রুত ঠান্ডা লেগে যায়। আর আপনি বুঝতেও পারবেন না কিভাবে এই ঠান্ডাটা লাগছে। সব চাশ্চর্যকর ব্যাপার কোন রোগে আক্রান্ত হলে আকস্মিকভাবে পাখিটার মৃত্যু খুব দ্রুত হয়ে যায়। মানে অন্য পাখির ক্ষেত্রে যেমন আপনি পরিচর্যা করার বাপ সুস্থ করে তোলার কিছু সময় পাবেন কিন্তু এই পাখিটার ক্ষেত্রে এমন সময় পাওয়া যায়। আপনি সন্ধ্যা পর্যন্ত পাখি কি খেলাধুলা করতে দেখবেন। কিন্তু রাতের বেলা দেখলেন হঠাৎ করে অসুস্থ হয়ে শরীর ফুলিয়ে বসে আছে আর সকালে দেখলেন পাখি টা মারা গেছে। তাই শীতকালে আপনাকে এমন কিছু সতর্কতা অবলম্বন করতে হবে আপনার পাখিকে বাঁচানোর জন্য যেগুলো যদি আপনি না মানেন তবে আপনার ফিঞ গুলো কে বাঁচানো আপনার পক্ষে কঠিন হয়ে যাবে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: