ycliper

Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
Скачать

মৃত ব্যক্তির ব্যাংকে জমানো টাকার মালিক কে হবেন || HKB Legal Advice

মৃত ব্যক্তির ব্যাংকে জমানো টাকার মালিক কে হবেন || HKB Legal Advice

মৃত ব্যক্তির ব্যাংকে জমানো টাকার মালিক কে হবেন

HKB Legal Advice

Автор: HKB Legal Advice

Загружено: 2022-02-17

Просмотров: 1350

Описание: Contract No:
+8801712788627
+8801400788627

Facebook Page
  / humayun.adv  

Facebook Profile
  / humayun.hkb  

মৃত ব্যক্তির ব্যাংকে জমানো টাকার মালিক কে হবেন

আমাদের অনেকের মাঝেই একটি প্রচলিত ভুল ধারণা আছে যে, আমানতকারী মৃত্যুবরণ করলে, ব্যাংকে/আর্থিক প্রতিষ্ঠানে রেখে যাওয়া তাঁর আমানতের মালিক হবেন তাঁর ওয়ারিশগণ। কিন্তু এ বিষয়ে ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক বারংবার নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ (২০১৮ পর্যন্ত সংশোধিত) এর আলোকে বাংলাদেশ ব্যাংক ১৯ এপ্রিল, ২০১৭ তারিখের বিআরপিডি সার্কুলার নং- ০৬ এবং ১২ জুন, ২০১৭ তারিখের ডিএফআইএম সার্কুলার নং-০২ এর মাধ্যমে পুনরায় বিষয়টি স্পষ্ট করেছে। সার্কুলারে বলা হয়েছে, আমানতকারীর মৃত্যুর পর তাদের মনোনীত নমিনি বা নমিনিগণকেই আমানতের অর্থ পরিশোধ করতে হবে।


তবে মৃত আমানতকারীর আমানতের মালিক নমিনি- এ বিষয়টি বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা এবং ব্যাংক কোম্পানি আইনে পরিষ্কার হলেও, নমিনির কাছ থেকে যাচিত কাগজপত্রের তালিকা বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বা ব্যাংক কোম্পানি আইনে নির্দিষ্ট না থাকার কারণে, অথবা কাগজপত্রের চাহিদায় ব্যাংকারের বাড়াবাড়ি কিংবা ধারণাগত অস্পষ্টতার কারণে এবং সর্বোপরি কোনো কোনো ব্যাংকারের অসহযোগিতার কারণেও ভোগান্তিতে পড়েন মৃতের নমিনি বা স্বজনরা।

কারণ, অধিকাংশ ব্যাংকই বাংলাদেশ ব্যাংকের সার্কুলার কপি-পেস্ট করে নিজেরা সার্কুলার করেছে। অর্থাৎ, তারাও কাগজপত্রের তালিকা নির্দিষ্ট করেনি। ফলে তাদের কর্মকর্তাদের কেউ কেউ কাগজপত্রের তালিকা সম্পর্কে শতভাগ নিশ্চিত নন। ফলশ্রুতিতে ব্যাংকগুলো তাদের নিজেদের মতো করেই কাগজপত্র আদায় করে। তবে কেউ কেউ অপ্রয়োজনীয়ভাবে আদালতের সাকসেশন সার্টিফিকেটও চায়! একইসাথে সাকসেসরদের কাছ থেকে অঙ্গীকার বা অনাপত্তিপত্রও (এনওসি) দাবি করে। অথচ নমিনিকে টাকা প্রদানের ক্ষেত্রে এসবের কোনো প্রয়োজন নেই। ব্যাংকারদের পাশাপাশি আমানতকারী বা তাদের নমিনিরাও দ্বিধায় থাকেন। কারণ, বেশিরভাগ ব্যাংকের ওয়েবসাইটেই নেই এ সংক্রান্ত কোনো গ্রাহক নির্দেশিকা। তাই গ্রাহকরাও জানেন না- আমানতকারীর মৃত্যুর পর কীভাবে তার রেখে যাওয়া আমানত উত্তোলন করতে হবে।

নমিনিকে প্রথমত, হিসাবধারী গ্রাহকের মারা যাওয়ার সপক্ষের দলিল; দ্বিতীয়ত, নমিনির নিজের মনোনয়ন ও পরিচিতির  সপক্ষের কাগজপত্র জমা দিয়ে হিসাবের স্থিতি দাবি করতে হবে। বিস্তারিতভাবে যদি বলি, তাহলে- 

এক. হিসাবধারী গ্রাহকের মৃত্যু, হিসাব নম্বর ও নমিনির নিজের নমিনেশন (মনোনয়ন) উল্লেখপূর্বক অর্থ উত্তোলনের জন্য ব্যাংক ম্যানেজার বরাবর নমিনির আবেদন।

দুই. স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান / পৌরসভার মেয়র / সিটি কর্পোরেশনের কমিশনার প্রদত্ত আমানতকারীর মৃত্যু সনদপত্র (ডেথ সার্টিফিকেট) [হাসপাতালে বা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করলে, সরকারি ডাক্তার/রেজিস্টার্ড ডাক্তার/সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত মৃত্যু সনদপত্রও লাগতে পারে]।

তিন. প্রবাসে মৃত্যু হলে সংশ্লিষ্ট দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস কর্তৃক স্বাক্ষরিত মৃত্যু সনদপত্র।

চার. নমিনির জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/জন্মনিবন্ধন সনদ (স্থানীয় জনপ্রতিনিধি কর্তৃক সত্যায়িত)। জন্মনিবন্ধন সনদ দাখিল করলে সাথে অন্য যেকোনো একটি গ্রহণযোগ্য ছবিযুক্ত আইডিও (যেমন- স্কুল/কলেজের রেজিস্ট্রেশন সনদ বা প্রফেশনাল আইডির কপি) জমা দিতে হবে।    

পাঁচ. নমিনির পরিচিতির সপক্ষে সংশ্লিষ্ট ব্যাংকের নিয়ম মতে ব্যাংকের দুইজন সম্মানিত গ্রাহক অথবা ব্যাংকের দুইজন কর্মকর্তা অথবা স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান / পৌরসভার মেয়র / সিটি কর্পোরেশনের কমিশনার প্রদত্ত সনদপত্র।

ছয়. নমিনির নিজ নামের পূর্ণ স্বাক্ষরযুক্ত সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি (স্থানীয় জনপ্রতিনিধি কর্তৃক সত্যায়িত)।

সাত. ব্যাংকের কাছে গ্রহণযোগ্য দুইজন স্বাক্ষীর (অন্তত একজন ব্যাংক গ্রাহক/গ্রহণযোগ্য কোনো সম্মানিত ব্যক্তি হবেন, আরেকজন ব্যাংক কর্মকর্তাও হতে পারেন) স্বাক্ষরসহ উপযুক্ত মূল্যের নন-জুডিশিয়াল/এ্যাডেসিভ স্ট্যাম্পে নমিনি কর্তৃক ইনডেমনিটি বন্ড প্রদান।

আট. মৃত গ্রাহকের হিসাবের অব্যবহৃত চেক বই, ডেবিট কার্ড (সঞ্চয়ী হিসাবের) বা মূল আমানত রশিদ (এফডিআর, ডাবল বেনিফিট স্কিম, মান্থলি ইনকাম স্কিম ইত্যাদি হিসাবের ক্ষেত্রে) ফেরত প্রদান।

নয়. মৃত গ্রাহকের হিসাবে স্থিত অর্থের পরিমাণ ম্যানেজারের বিজনেস ডেলিগেশনের ঊর্ধ্বে হলে ব্যাংকের প্রধান কার্যালয়ের অনুমোদন।

দশ. নমিনিকে অর্থ প্রদানের পূর্বে সংশ্লিষ্ট শাখায়/ব্যাংকে মৃত আমানতকারীর কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ ঋণ নেই- এই মর্মে ব্যাংকারকে নিশ্চিত হতে হবে। যদি ঋণ থেকে থাকে, তাহলে নমিনিকে টাকা প্রদানের আগে তা সমন্বয় করে নিতে হবে।           

এগার. অধিকতর স্বচ্ছতা এবং নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট ব্যাংকের সাথে নমিনির ব্যাংক হিসাব খুলতে হতে পারে। নতুবা মৃত ব্যক্তির হিসাবের স্থিতি নমিনির নামে পে-অর্ডারের মাধ্যমে প্রদান করা যাবে।

বার. নমিনি কর্তৃক টাকা গ্রহণকালে ব্যাংকের কাছে গ্রহণযোগ্য যেকোনো একজন বক্তির (সাধারণত ব্যাংকের গ্রাহক) উপস্থিতিতে নমিনির সনাক্তকরণ নিশ্চিত করতে হবে।     

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
মৃত ব্যক্তির ব্যাংকে জমানো টাকার মালিক কে হবেন || HKB Legal Advice

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео

  • Информация по загрузке:

Скачать аудио

Похожие видео

© 2025 ycliper. Все права защищены.



  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности



Контакты для правообладателей: [email protected]