গরু চড়ানো মাঠ হয়ে উঠেছে বসবাসের আবাস্থল খার চর । Khar Char Of Pabna
Автор: Munshi Anayet
Загружено: 2025-06-23
Просмотров: 29096
Описание:
খার চর পাবনা জেলার বেড়া উপজেলায় অবস্থিত এক নতুন জনপদ। এই জনপদের মানুষের আগে বাড়িঘর ছিল মানিকগঞ্জের বোস্টমির চরে। কয়েক বছরের লাগাতার ভাঙনে সর্বস্ব হারিয়েছেন ওই চরের শতশত মানুষ।
নদী ভাঙনে দিশেহারা মানুষ এই জনপদে এসে আশ্রয় নিয়েছেন। খার চর মূলত দুটি অংশে বিভক্ত।
দুই অংশের মাঝখানে রয়েছে একটি খাল। এই খাল মূলত আলাদা করে রেখেছে।
পশ্চিম অংশের মানুষ ৯-১০ বছর আগেই মানিকগঞ্জের আলোকদিয়া থেকে সরে এসে এখানে বসবাস শুরু করেন।
আর নতুন অংশের মানুষ আসছে বোস্টমির চর থেকে। এই চরে মানুষ বছরখানেক হলো বসবাস করতে শুরু করেছে। তবে এই চরে মানুষ এখনো আসছে, শুরুতে সমস্ত নদী ভাঙন কবলিত মানুষ একসাথে ভেকু ভাড়া করে উঁচু ভিটা তৈরি করলেও এখন সেটি করতে হচ্ছে কোমরে করে মাটি তুলেই।
এই চরটি বর্ষায় প্লাবিত হয়ে যায় তাই এখানে বছরে ২ টি ফসল ঘরে তুলতে পারেন তারা। অধিকাংশ মানুষের নিজেদের জায়গা না থাকার কারণে অন্যের জমি বর্গা অথবা লিজ নিয়ে চাষাবাদ করেন। ফসল চাষে অনেক বেশি ঝুঁকি থাকার কারণে তারা ঝুকছেন গবাদি পশু পালনে।
এই চরে ঘুরতে গিয়ে মাঠে বয়স্ক কয়েকজন মানুষের আন্তরিকতায় মুগ্ধ হয়েছি। এমন সুন্দর ও প্রাকৃতিক পরিবেশ দেখতে অবশ্যই ঘুরতে যেতে পারেন।
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: