শুক্ল যজুর্বেদীয় শ্রী শিব সংকল্প সূক্ত
Автор: Sanatani Philosopher
Загружено: 2021-05-01
Просмотров: 137
Описание:
শিব সংকল্প সুক্ত ছয়টি মন্ত্র নিয়ে গঠিত। এই ছয়টি মন্ত্র অত্যন্ত পবিত্র বৈদিক শ্লোক এবং একটি তারা। আসলে কিছু লোক এটিকে শিবস্মকাল্পোপনিষদও বলে থাকেন কারণ এটি কর্মকান্ডের অংশ হলেও এর ব্রহ্মসাধনায় অনেক তাৎপর্যও রয়েছে। শুক্লযজুর্বেদের ৩৪ তম অধ্যায়ে এই সূক্তটি দৃষ্ট হয়।
🏵️🌻।।ওঁ তৎ সৎ।।🏵️🌻
।।অথ শ্রী শিব সংকল্প সূক্তম্।।
ওঁ য়জ্জাগ্রতো দূরমুদৈতি দৈবং তদু সুপ্তস্য তথৈবৈতি।
দূরঙ্গমং জ্যোতিষাং জ্যোতিরেকং তন্মে মনঃ শিবসঙ্কল্পমস্তু।।" (যজুর্বেদ ৩৪/১)
অনুবাদঃ- জাগ্রত অবস্থায় মন সদাই দূর দূরান্তে চলে যায়। শয়নের পরেও দিব্যশক্তিময় মন শতক্রোশ ধাবিত হয়। নিত্য শুভসংকল্পযুক্ত হোক আমার মন হে প্রভু।
য়েন কর্মণ্যপসোমনীষিণো য়জ্ঞে কৃণ্বন্তিবিদথেষু ধীরাঃ।
য়দপূর্বং য়ক্ষমন্তঃ প্রজানাং তন্মে মনঃশিবসঙ্কল্পমস্তু।।(যজুর্বেদ ৩৪/২)
অনুবাদঃ- যার দ্বারা বুদ্ধিমান সবে, নানা কর্তব্য কর্ম করে যায়।সৎকর্ম কে করে মনীষী ও বীর, যুদ্ধে আগে ধাবিত হয়। পূজনীয় অতিশয় হয় প্রজাবর্গে যার অদ্ভুত মান। নিত্য শুভসংকল্পযুক্ত হোক আমার মন হে ভগবান।
য়ৎ প্রজ্ঞানমুত চেতো ধৃতিশ্চয়জ্জ্যোতিরন্তমৃতং প্রজাসু।য়স্মান্নsঋতে কিঞ্চন কর্ম ক্রিয়তে তন্মে মনঃ শিবসঙ্কল্পমস্তু।।(যজুর্বেদ ৩৪/৩)
অনুবাদঃ- ধৈর্য শক্তি চিন্তন যেখানে, তথা জ্ঞান আছে বিদ্যমান। প্রাণিমাত্রে অমৃতময় সে, প্রকাশের মাঝে প্রবাহমান। যার অভাবে চলেনা কখনো, নিশ্চয় কোন কর্ম বিধান। নিত্য শুভসংকল্পযুক্ত হোক আমার মন, হে ভগবান।
য়েনেদং ভূতং ভূবনং ভবিষ্যৎ পরিগৃহীতমমৃতেন সর্বম।
য়েন য়জ্ঞস্তায়তে সপ্তহোতা তন্মে মনঃ শিবসঙ্কল্পমস্তু।।" (যজুর্বেদ ৩৪/৪)
অমর ত্রিতত্ত্ব যা কালভেদে যথাবৎ পাওয়া যায়।
বুদ্ধি, জ্ঞান, পঞ্চ ইন্দ্রয়ের বার্তা অহংকারের সঙ্গে দেখা যায়।পঞ্চ যজ্ঞ করে যারা, ছড়িয়েছে এই যজ্ঞ বিধান।
নিত্য শুভসংকল্পযুক্ত হোক আমার মন হে ভগবান।
য়স্মিন্নৃচঃ সাম য়জুংষি য়স্মিন্ প্রতিষ্ঠাতা রথনাভাবিবারাঃ।
য়স্মিশ্চিত্তং সর্বমোতং প্রজানাং তন্মে মনঃ শিবসঙ্কল্পমস্তু।।" (যজুর্বেদ ৩৪/৫)
অনুবাদঃ- চারবেদ নিগমাগম সব ঈশ্ জ্ঞানের প্রবাহ স্রোত।রথচক্রে থাকে আরা সদা যেমন ওতপ্রোত।
জঙ্গম জগতে অটলচিত্ত হোক যেথা নিষ্ঠাবান।
নিত্য শুভসংকল্পযুক্ত হোক আমার মন, হে ভগবান।
সুষারথিরশ্বানিব য়ন্মনুষ্যান্নেনীয়তে ভীশুভির্বাজিন ইব।
হৃৎপ্রতিষ্ঠং য়দজিরং জবিষ্ঠং তন্মে মনঃ শিবসঙ্কল্পমস্তু।।" (যজুর্বেদ ৩৪/৬)
অনুবাদঃ- মানব জনকে বন্ধনে বেঁধে এদিক-ওদিক ধায়।চতুর সারথী যেমন অশ্বকে উত্তম রূপে সদাচালায়।
হৃদয় দেশে সদা বিরাজে যে অতিগামী অজর মহান।
নিত্য শুভসংকল্পযুক্ত হোক আমার মন, হে ভগবান।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: