ডিসেরগড় রাস্তায় ভাঙ্গা গর্তের জমা জলে ধান চারা লাগিয়ে বিক্ষোভ ও পথ অবরোধ কুলটি ব্লক কংগ্রেসের :
Автор: Bharat Vikash News Express
Загружено: 2025-07-12
Просмотров: 60
Описание:
#news bharat vikash news express
ডিসেরগড় রাস্তায় ভাঙ্গা গর্তের জমা জলে ধান চারা লাগিয়ে বিক্ষোভ ও পথ অবরোধ কুলটি ব্লক কংগ্রেসের :
দীর্ঘদিন ধরে নিয়ামাতপুর থেকে ডিসেরগড় ঘাট এবং বরাকর বেগুনিয়া মোড় থেকে ডিসেরগড় ঘাট পর্যন্ত রাস্তা বলতে আজ আর কিছুই নেই। রয়েছে শুধুমাত্র মাটি আর বড় বড় পাথর।
আর এই রাস্তা ই পশ্চিম বর্ধমান জেলা থেকে পুরুলিয়া জেলা,বাঁকুড়া জেলা এবং পাশ্ববর্তী ভিন রাজ্য ঝাড়খন্ড রাঁচী যাওয়ার প্রধান রাস্তা। দীর্ঘ দিন বেহাল দশায় পড়ে রয়েছে - ফলে প্রতিদিন ই দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে সাধারণ পথ চলতি মানুষ থেকে শুরু করে যান বাহন চালকদের। আজ শনিবার দুপুর ১২টা থেকে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় কুলটি ব্লক কংগ্রেস। দেখা যাচ্ছে ভাঙ্গা গর্তের জমা জলের মধ্যে ধান গাছের চারা লাগিয়ে বিক্ষোভে সামিল হয়েছেন তারা। কুলটি বিধানসভার ডিসেরগড় পোস্ট অফিস মোড়ে কুলটি ব্লক কংগ্রেসের ব্লক সভাপতি সুকান্ত দাস উপস্থিত ছিলেন এইদিন মূখ্য ভূমিকায়। এছাড়াও ছিলেন কংগ্রেস নেতা বাচ্চু মুখার্জি, সূর্য ব্যানার্জী, মোহম্মদ সিরাজুল, মোহাম্মদ ইমতিয়াজ,ওয়াসিম আনসারী,হাসান খান, মোহাম্মদ সালাউদ্দিন,বিশাল চৌধুরী,
সুশোভন সেন,সুরাজ সাউ
সহ আরো অন্যান্ন রা। এই পথ অবরোধের ফলে দুই দিকেই দাঁড়িয়ে পড়ে বহু গাড়ি। তীব্র জানজটের ঘটনার খবর পেয়ে ডিসেরগড় ফাঁড়ি পুলিশ এসে পথ অবরোধ তুলতে গেলে কার্যত ধ্বস্তাধ্বস্তি শুরু হয়ে যায় কংগ্রেস কর্মীদের সাথে পুলিশের। এরপর কার্যত পুলিশ আধিকারিক রাকার্যত বল পূর্বক ঠেলে রাস্তা থেকে সড়িয়ে দেয় বিক্ষোভ রত কংগ্রেস কর্মীদের । পরবর্তী কিছু ক্ষণের মধ্যেই পুনরায় ভাঙ্গা রাস্তার উপর দিয়ে আবার যানচলাচল শুরু হয়।
সাংবাদিক :
পাপান ব্যানার্জীর রিপোর্ট
কুলটি -পশ্চিম বর্ধমান জেলা থেকে
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: