মদের নেশা কমানোর হোমিওপ্যাথিক ঔষধ || Dr SP Goswami
Автор: समाचार TRIPURA
Загружено: 2024-12-20
Просмотров: 4712
Описание:
মদের নেশা কমানোর হোমিওপ্যাথিক ঔষধ || Dr SP Goswami
সুধী দর্শক মণ্ডলী, পরিবারে স্বামীর যদি মদ খাওয়া নেশা থাকে তাহলে সেই পরিবারে মেয়েদের দুর্গতির সীমা থাকেনা। ছেলে মেয়েকে না খাইয়ে স্ত্রীর দিকে দৃষ্টি না দিয়ে সময় সময় মারধর করে অনেক পুরুষ বেশ ভালই দিন কাটাচ্ছেন। সরকারও এ ব্যাপারে সম্পূর্ণ উদাসীন। এক দিকে নেশামুক্তীর কেন্দ্র খুলছেন আবার অন্য দিকে মদের দোকান খোলার নতুন নতুন লাইসেন্স দিচ্ছেন। দেশ এভাবেই চলছে। খুবই খারাপ লাগে যখন মেয়েরা কেঁদে কেঁদে ফোন করে বলে "ডাক্তার বাবু আমাকে বাঁচান, আমাদের পরিবারটা একদম শেষ"
ওই সমস্ত মেয়েদের হাতে খুব বেশি টাকাও থাকেন যে ঔষধ কিনবে। ওদের গয়না গুলোও কেড়ে নিয়ে বিক্রিকরে জুয়া খেলে মদ খেয়ে শেষ করেছে ওদের স্বামী। বলুনতো ওদের জন্যে কি কষ্ট হয়না?
এই ভিডিওটা ওই অসহায় মেয়েদের জন্যেই করলাম। সামান্য কিছু টাকা খরচ করে ওরা যদি ঔষধটা কিনে খাওয়াতে পারে, হয়তোবা ঈশ্বর ওদের দিকে মুখ তুলে তাকাতেও পারেন।
contact us: 8974670702
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: