শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় l Shahjalal University of Science and Technology Sylhet
Автор: Ruzina Cooking And Vlogs
Загружено: 2025-11-15
Просмотров: 158
Описание:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় l Shahjalal University of Science and Technology Sylhet
Shahjalal University Sylhet/সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অপরুপ সৌন্দর্য্য উপভোগ #SUST #Shahjalal#University #Sylhet সবুজ অরণ্যে ঘেরা শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এটি, এশিয়া মহাদেশের অন্যতম বড় একটি, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ২৫ অগাস্ট ১৯৮৬ সালে এটি স্থাপিত হয় যা এখন, ৩২০ একর জায়গা নিয়ে অবস্থান করছে। ১৯৯১ সালের ১৩ ফেব্রুয়ারি, তিনটি বিভাগ নিয়ে বিশ্ববিদ্যালয়ের, একাডেমিক কার্যক্রম শুরু হয়। এ ক্যাম্পাসটি, সিলেট শহর হতে, প্রায় ৫ কিলোমিটার দূরে কুমারগাঁওয়ে অবস্থিত। বিশ্ববিদ্যালয়ে ৭টি অনুষদের অধীনে, ২৮ টি ডিপার্টমেন্ট রয়েছে। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে, ৫৮ ফুট উঁচু টিলার উপর ৬ হাজার ৮শ’ ৮৬ বর্গফুট জায়গা নিয়ে নির্মিত এই শহীদ মিনারের নান্দনিক সৌন্দর্য যে কাউকেই মুগ্ধ করে তোলে। উচ্চতায় বাংলাদেশের একমাত্র শহীদ মিনার এটি। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারটি ১৯৯০ সালে একাডেমিক বিল্ডিং এ অল্প সংখ্যক বই এবং মাত্র চারটি কক্ষের সাথে শুরু হয়েছিল। এটি এখন ৪-তলা সেন্ট্রাল লাইব্রেরির বিল্ডিং এ অবস্থিত। সবুজে মিশে থাকা ক্যাম্পাসটি শিক্ষার্থীদের প্রাণ সঞ্চার করে। অকৃত্রিম অক্সিজেন এবং সবুজের রূপ-লাবণ্যে ক্যাম্পাসটি হৃদয় দখল করে রাখে। করোনা ভাইরাসের দাপটে দীর্ঘদিন ধরে ক্যাম্পাসটি স্তব্ধ হয়ে আছে। নেই প্রিয় শিক্ষার্থীদের আনোগানা, নেই আদি উচ্ছাস। তবে হারায় নি ক্যাম্পাসের পুরাতন জৌলুস। সবুজের বাহার ছড়িয়ে প্রকৃতি বেড়ে উঠছে তার নিজস্ব নিয়মে। ৩২০ একর জায়গার ভেতরে আকাশচুম্বী ছোট বড় পাহাড়গুলি আরও প্রাণবন্ত করে তুলে। যেন মেঘের সাথে মিশতে চায় সবুজ অরণ্যগুলি। বিকেলের শান্ত রোদ্দুর উপচে পড়ে পাহাড়ের সবুজ বৃক্ষে। শীতের সকালে কুয়াশায় আড়ালে কিঞ্চিৎ হারিয়ে থাকে আকাশচুম্বী সবুজ পাহাড়। যে সৌন্দর্য স্পর্শ করা যায়না। শুধু দূর থেকে অনুভব করা যায়। ক্যাম্পাস থেকে দৃশ্যমান হয় ভারতের ঝর্ণা। যেন পাহাড় অঝোরে কাঁদছে। এ অশ্রুজল মিশে যাচ্ছে নদী থেকে সাগর, সাগর থেকে মহাসাগরে
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: