Satish Kaushik । না ফেরার দেশে পাড়ি দিলেন সতীশ কৌশিক। শোকের ছায়া বলিউডে। Khaskhobor ।
Автор: Khas Khobor
Загружено: 2023-03-08
Просмотров: 320
Описание:
Satish Kaushik । না ফেরার দেশে পাড়ি দিলেন সতীশ কৌশিক। শোকের ছায়া বলিউডে। Khaskhobor ।
#satishkaushuk_bollywoodactor_passedaway
না ফেরার দেশে পাড়ি জমালেন অভিনেতা পরিচালক সতীশ কৌশিক। মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ৬৬ বছর। সতীশের মৃত্যুতে গভীর শোকের ছায়া বলিউড জুড়ে। বৃহস্পতিবার ভোরে প্রথম টুইট এসেছিল অভিনেতা অনুপম খেরের প্রোফাইল থেকে। তারপর সমাজমাধ্যমে ভাসতে থাকে একের পর এক শোক বার্তা।
হরিয়ানার ছেলে সতীশ স্বপ্ন পূরণের নেশায় পাড়ি দিয়েছিলেন মুম্বাইয়ে। মায়ানগরী মুম্বাই অবশ্য বঞ্চিত করেননি হরিয়ানার এই ছেলেটিকে। সময় যত গড়িয়েছে ততই নাম ডাক ছড়িয়ে পড়েছিল সতিশের। একাধারে একের পর এক হিন্দি সিনেমায় অভিনয়ের পাশাপাশি ১৯৯৩ সালে 'রূপ কি রানী চোর কা রাজা ' রাজা দিয়ে পরিচালনায় হাতে খড়ি হয়েছিল সতীশের। তারপর একের পর এক ছবি। আর সালমান খানের 'তেরে নাম ' তো ইতিহাস তৈরি করেছিল।
অভিনেতা পরিচালনার পাশাপাশি মানুষ সতীশ কৌশিক ছিলেন একেবারে অন্যরকম। রক্ষণশীলতার লাল চোখ কে উপেক্ষা করে দাঁড়িয়েছিলেন সহ অভিনেত্রী নিনা গুপ্তের পাশে। এমনকি নিনা গুপ্ত নিজের আত্মজীবনীতে সতীশের অকৃত্রিম বন্ধুত্বের কথা ছাপার অক্ষরে পৌঁছে দিয়েছিলেন পাঠকদের ঘরে ঘরে।
বিখ্যাত গীতিকার জাভেদদ আখতারের বাড়িতে দোলের উৎসবে শামিল হওয়াই ছিল সতীশের শেষ অনুষ্ঠান। এরপর বাদ বাকিটা সবটাই ভবিতব্য না পরিণতি তা নিয়ে জল্পনার অবকাশ থাকলেও আক্ষেপ থেকে গেল অভিনেত্রী কঙ্কনা রানাওয়াতের। আর সতিশ আঙ্কেলকে দেখা যাবে না ' ইমারজেন্সি' ছবিতে উপ-প্রধানমন্ত্রী জগজীবন রামের ভূমিকায়।
হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই চিরনিদ্রায় ঢলে পড়লেন সতীশ কৌশিক।
ব্যুরো রিপোর্ট, খাস খবর।
/ khaskhobor2020
/ khaskhobor2020
https://play.google.com/store/apps/de...
/ khaskhobor2020
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: