বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (BCIC), সহকরী প্রশাসনিক কর্মকর্তা।। ২৭-০৬-২০২৫
Автор: JOB MATH ZONE
Загружено: 2025-06-28
Просмотров: 299
Описание:
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিস।
পদ: সহকারী প্রশাসনিক কর্মকর্তা।
তারিখ:২৭/ ৬/ ২০২৫।
৪১) গাজীপুর থেকে ময়মনসিংহ ৮০ কিলোমিটার যাত্রায় ৩/৪ অংশ জামিল ৩০ কিলোমিটার ঘন্টা গতিবেগে এবং বাকি অংশ ১০ কিলোমিটার গতিবেগে গেলে গড় গতিবেগ কত ছিল?
৪২)নিচের কোন সংখ্যাটি ১৪৮ এর মৌলিক গুণনীয়ক গুলোর যোগফল।
৪৩)একটি পুকুরের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ১৫ মিটার ও ১০ মিটার পুকুরে চার পাশে ৫ মিটার প্রশস্ত একটি রাস্তা প্রস্তুত করতে কত টাকা খরচ হবে যদি প্রতি বর্গ মিটার ১২০ টাকা খরচ হয়।
৪৪) ৪ ঘন্টায় ৪টি বই বাঁধাই করতে ৪ জন কারিগর দরকার হলে ৮০টি বই ২ ঘন্টায় বাধাই করতে কতজন কারিগর দরকার?
৪৫)তিন অংকের সকল ধনাত্মক সংখ্যা থেকে দৈবভাবে একটি সংখ্যা নির্বাচন করলে সংখ্যাটির মধ্যে ৭ এক বা একের অধিক বার পাওয়ার সম্ভাবনা কত?
৪৬)৬ লিটার আমের শরবতে আম ও পানির অনুপাত ১:২ অন্য একটি পাত্রে ৩২ লিটার আমের শরবতে আম ও পানির অনুপাতে ১:৩ নতুন মিশ্রণে আম ও পানির অনুপাত কত হবে?
৪৭)৪^ ১০ কে ৭ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে....
৪৮)আমিনুল বাসা থেকে বের হয়ে ২৪ কিলোমিটার উত্তরে যায় এবং পরবর্তীতে ৭ কিলোমিটার পূর্বে যায় সর্বশেষ অবস্থান থেকে তার বাসার সর্বনিম্ন দূরত্ব কত?
৪৯)মেশিন ক,খ,গ একসাথে একটি কাজ চার ঘন্টা শেষ করে মেশিন খ, গ একসাথে কাজ করলে কাজটি ৫ ঘন্টা শেষ হয়। একই কাজ মেশিন ক এর কত সময় লাগবে?
৫০)একজন দোকানদার একটি পণ্য ৩৫% ছাড়ে ১৯৫ টাকার বিক্রয় করে পণ্যটি ২৫% ছাড় এ বিক্রি করতে চাইলে বিক্রয় মূল্য কত?
৫১)একটি ২৩.৩ মিটার দৈর্ঘ্যের তারকে এমনভাবে দুই ভাগে কাটা হয় যাতে এক অংশ অন্য অংশ অপেক্ষা ৯ দশমিক এক মিটার বড় হয় বড় অংশের দৈর্ঘ্য কত?
৫২)নিচের কোনটি চার অঙ্কের বৃহত্তম সংখ্যা যাকে ৭৭০০ এর সাথে যোগ করলে যোগফল ২২,২৫,৩২ দ্বারা নিঃশেষ বিভাজ্য হবে।
৫৩)রাজশাহী বিমানবন্দরের রানওয়ের দৈর্ঘ্য 1.5 কিলোমিটার ও প্রস্থ 30 মিটার। রানওয়ের চতুরপাশে প্রতি ৩ মিটার অন্তর লাইট লাগাতে কতগুলো লাইট লাগবে?
৫৪)২৩,২৫,২৭........ ৪৫ ধারাটির যোগফল কত?
৫৫)স্রোতের অনুকূলে নৌকা চালিয়ে ৪০ মিটার/মিনিট বেগে 15 মিনিটে তার গন্তব্যে পৌঁছান। প্রতিকূলে ৫০ মিনিটে পূর্বের জায়গায় ফেরত আসেন স্রোতের গতিবেগ মিনিটে কত মিটার?
৫৬)আলিফ এন্টারপ্রাইজ প্রতি প্যাকেট লাঞ্চ 75 টাকায় বানিয়ে মোট ১৫০ টি লাঞ্চ প্যাকেট একটি অফিসের সরবরাহ করে যদি ২/৩ লাঞ্চ প্যাকেট ১৫০ টাকা এবং বাকিগুলো ২০০ টাকায় বিক্রয় করা হয় তবে লাভের টাকা কত?
৫৭)একটি চৌবাচ্চা ক নল দ্বারা ২৪ মিনিটে খ নল দ্বারা ৩২ মিনিটে পূর্ণ হয়। দুটি নল একত্রে চালু করার কতক্ষণ পর খ নল বন্ধ করতে হবে যাতে পুরো বাচ্চাটি ৫৮ মিনিটে পূর্ণ হয়।
৫৮)৪,৫,৭, ১১,১৯,৩৫......... ধারাটির পরবর্তী পদ কোনটি।
৫৯)একটি আয়তাকার বক্সের ধারণ ক্ষমতা ১২ ঘনফুট। দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা দ্বিগুণ করে নতুন একটি বক্স বানালে তার ধারণক্ষমতা কত ঘনফুট হবে?
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: