শমীকের জেদের কাছে হার মানলেন শুভেন্দু!
Автор: Breaking বাংলা
Загружено: 2026-01-03
Просмотров: 29759
Описание:
বঙ্গ বিজেপিতে একেবারেই ব্রাত্য হয়ে গিয়েছিলেন দিলীপ ঘোষ। সেই দিলীপ ঘোষকে ডেকে একান্তে অমিত শাহ মিটিং করার পরেই বঙ্গ বিজেপিতে ফের অশান্তির শুরু। অমিত শাহের মিটিং এর পরেই দিলীপ সংবাদ মাধ্যমের কাছে বেশ কিছু কথাবার্তা বলেছেন। যা নিয়ে শুভেন্দু অধিকারীর অনুগামীদের জ্বালা ধরা শুরু হয়েছে। শুভেন্দু অধিকারীর অনুপ্রেরণায় অনুপ্রাণিত দলীয় নেতা, কিছু সোশ্যাল মিডিয়ার কর্মী ও ইউটিউবারদের একাংশ দিলীপের বিরুদ্ধে মাঠে নেমে পড়েছেন। দলের নেতারা অনেকেই মনে করছেন, শুভেন্দুই এঁদের মাঠে নামিয়েছেন দিলীপের বিরোধিতা জন্য। কারণ, শুভেন্দু চাননি দিলীপ স্বমহিমায় ফিরুন। কিন্তু বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য জেদ ধরেছিলেন, তিনি দিলীপ ঘোষকে ফের স্বমহিমায় মাঠে নামাবেন। সেই জেদের কাছেই হার মেনেছেন শুভেন্দু। তাই পার্টির রাজ্য সভাপতি শমীকের কথা ফেলতে পারেননি অমিত শাহ। তিনি দিলীপকে নিয়ে একান্ত বৈঠকে বসেছেন এবং দিলীপকে পুরোদমে পার্টিতে কাজ করার অনুমতি দিয়েছেন। শুভেন্দু এতদিন ভাবতেন অমিত শাহের ব্যাপারে শেষ কথা তিনিই বলবেন। কিন্তু সেই অমিত শাহ দিলীপের সঙ্গে মিটিং করার পরেই শুভেন্দুর পিলে চমকে গিয়েছে।
#dilipghosh #amitshah #suvenduadhikary #mamatabanerjee #shamikbhattacharya #abhishekbanerjee #tmc #breakingbangla #sukantamajumdar #bengalipoliticalnews #bengalitrendingnews
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: