দেবহাটা রুপসী ম্যানগ্রোভ|| বন বিবির বটগাছ |Sundarban-2| Bandarban To sundarban Tour part-9|| Debhata
Автор: CHORKI THE TRAVELER
Загружено: 2022-04-10
Просмотров: 186
Описание:
দেবহাটা রুপসী ম্যানগ্রোভ|| বন বিবির বটগাছ |Sundarban-2| Bandarban To sundarban Tour part-9|| Debhata
সাতক্ষীরা সদর উপজেলা থেকে প্রায় ২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও প্রকৃতি ঘেরা দেবহাটা উপজেলা। বাংলাদেশ-ভারতের সীমান্তবর্তী এই উপজেলায় আছে ঐতিহ্যবাহী বেশ কয়েকটি দর্শনীয় স্থান আর প্রাচীন ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এখানে ইছামতি নদী ও রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হন পর্যটকরা। এছাড়া বিস্তীর্ণ বটগাছ আর ১৮ জমিদারের স্মৃতিবিজড়িত টাউন শ্রীপুর গ্রামে দর্শনার্থীদের উপস্থিতি লক্ষণীয়।
রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র- দেবহাটা উপজেলার একটি অন্যতম পর্যটন কেন্দ্র। দেবহাটা উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের ঐকান্তিক প্রচেষ্টায় টাউনশ্রীপুর এলাকায় ভারতের টাকী পৌরসভার বিপরীতে ইছামতি নদীর তীরে প্রায় ১৫০ একর জমিতে এ কৃত্তিম বনটি তৈরী করা হয়েছে। সুন্দরবনের বহু প্রজাতির ফলজ ও বনজ বৃক্ষের চারা এনে ইছামতি নদীর তীর ঘেষে এই লবনাক্ত ভুমিতে গড়ে তোলা হয়েছে এই দৃষ্টি নন্দন ম্যানগ্রোভ ফরেস্টটি। অনেকে একে মিনি সুন্দরবনও বলে থাকেন। সুন্দরবনের ন্যায় এখানেও কেওড়া, বাইন, গোলপাতা, নিম, সুন্দরীসহ বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ উদ্ভিদ দেখতে পাবেন। তবে স্থানীয়দের কাছে কেওড়া বাগান নামে বেশি পরিচিত।
এই মিনি সুন্দরবন খ্যাত পর্যটন কেন্দ্রটি তে যাওয়ার বিস্তারিত ভ্রমণ তথ্য এবং খরচের বিবরণঃ
খুলনা মহানগরীর সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে প্রতিদিন সকাল সাড়ে পাঁচটা থেকে সাতক্ষীরাগামী বাসগুলো ছেড়ে যায়। প্রায় দুই ঘন্টার মত সময় লাগবে সাতক্ষীরা পৌঁছাতে। বাসের টিকিটের মূল্য ৯০ টাকা।
সাতক্ষীরা পৌঁছে কালিগঞ্জগামী বাসে উঠতে হবে এবং কন্টাকটার কে বলে নিতে হবে যে আমরা সখিপুর মোড় / সখিপুর বাস স্ট্যান্ডে নামবো। প্রায় ঘন্টাখানেক সময় পরে পৌঁছে যাবেন সখিপুর মোড়ে। বাসের টিকিটের মূল্য ২৫/৩০ টাকা।
আমরা এবার অটোভ্যান ঠিক করলাম সখিপুর মোড় থেকে দেবহাটা পর্যটন কেন্দ্র পর্যন্ত। ভাড়া পরল জনপ্রতি ৩০ টাকা করে। আপনারা চাইলে বাইক অথবা অটোরিকশা ভাড়া করেও যেতে পারেন। প্রায় ৪০ থেকে ৪৫ মিনিট সময় পর পৌঁছে যাবেন মিনি সুন্দরবন খ্যাত দেবহাটা রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রে।
পর্যটন কেন্দ্রের প্রবেশ টিকেটের মূল্য ২০ টাকা।
যারা "রূপসী ম্যানগ্রোভ" দেখতে যাবেন তারা অবশ্যই "বন বিবির বটগাছ" দেখতে যাবেন। কারণ সখীপুর মোড় থেকে রূপসী ম্যানগ্রোভ এর মাঝামাঝি অবস্থানে মেইন রোডের সাথেই বন বিবির বটগাছ এর অবস্থান।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: