তোমরা আসবে তো ভালোবাসবে তো | KARAOKE | Tomra Asbe To | Kumar Sanu
Автор: STUDIO ON
Загружено: 2024-10-09
Просмотров: 420511
Описание:
#karaokehits #karaoke #bengalikaraoke #banglakaraoke #kumarsanu #kumar_sanu
Lyrics :
তোমরা আসবে তো
তোমরা আসবে তো
যদি কোনদিন এ আসরে আবার আমি
গান গাইতে আসি
তোমরা আসবে তো
ভালবাসবে তো
তোমরা আসবে তো
যদি নতুন করে এ সুরের তরী
আমি বাইতে আসি
তোমরা আসবে তো
ভালবাসবে তো
তোমরা আসবে তো
শুনিয়ে গান আরো
ভরিয়ে প্রাণ আরো
চাই যে ভেসে যেতে
চাই আরো কিছু দিতে
ও-হো-হো--শুনিয়ে গান আরো
ভরিয়ে প্রাণ আরো
চাই যে ভেসে যেতে
চাই আরো কিছু দিতে
ভালোবাসবে তো
যদি উজাড় করা ভালোবাসার আশায়
প্রেম চাইতে আসি
প্রেমে ভাসবে তো
ভালবাসবে তো
তোমরা আসবে তো
আমার এ গান শুধু
স্মৃতিতে লেখা রবে
যেদিন রইবো না আমি
আমায় পড়বে কি মনে
ও-হো-হো--আমার এ গান শুধু
স্মৃতিতে লেখা রবে
যেদিন রইবো না আমি
আমায় পড়বে কি মনে
মনে পড়বে তো
যদি গানের মাঝে এ মন তোমাদের
জয় করতে পারি
মনে রাখবে তো
ভালবাসবে তো
তোমরা আসবে তো
যদি কোনদিন এ আসরে আবার আমি
গান গাইতে আসি
তোমরা আসবে তো
ভালবাসবে তো
তোমরা আসবে তো
ভালবাসবে তো
মনে রাখবে তো
Song Credits:
Song: Tomra Asbe To
Artist: Kumar Sanu
Music Director: Arup-Pranay
Lyricist: Gautam Saha
Album Title: Hits Of Kumar Sanu
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: