মৃ’ত্যু’শ’য্যা’য় সাহাবি আবু দারদা (রা.) যে উপদেশ দিয়েছিলেন । Bijoy TV
Автор: BIJOY TV
Загружено: 2025-02-19
Просмотров: 3176
Описание:
#আবু_দারদা
জীবনের অন্তিম মুহুর্তে সাহাবি হজরত আবু দারদা (রা.) ব্যাকুলভাবে কান্না করতেন। তার স্ত্রী উম্মু দারদা বলতেন, আপনি রাসূল সা.-এর একজন সাহাবি হয়ে এতো কাঁদছেন কেন? তিনি বলতেন আখিরাতে কিভাবে মুক্তি পাবো আল্লাহ তায়ালা ভালো জানেন। এসময় সবার উদ্দেশ্যে কিছু উপদেশও দিয়েছিলেন।
আরবের অন্যতম শ্রেষ্ঠ জ্ঞানী, অশ্বারোহী ও বিচারক সাহাবির নাম আবুদ দারদা (রা.)। তাঁর প্রকৃত নাম উওয়াইমির বা আমির। কারো মতে ‘আমির’ তাঁর নাম; উওয়াইমির তাঁর উপাধি। আবু দারদা (রা.)-এর বিজ্ঞতা সম্পর্কে খোদ রাসুল (সা.) বলেছেন, ‘উওয়াইমির তথা আবুদ দারদা আমার উম্মতের একজন মহাজ্ঞানী। রাসুল (সা.)-এর যুগেই তিনি পবিত্র কোরআন মুখস্থ করে নিয়েছেন।
তাঁর খোদাভীতি ছিল প্রবল। মৃত্যুর সময় যত ঘনিয়ে এলো তারঁ হা-হুতাশ বৃদ্ধি পেয়ে চললো। পাশে বসে স্ত্রী সান্ত্বনা দিয়ে বললেন, আপনি তো মৃত্যুকে খুবই পছন্দ করতেন। এতো অস্থির হচ্ছেন কেন? তিনি বললেন, তোমার কথা সত্য, কিন্তু যখন মৃত্যু অবধারিত জেনেছি তখন এ অস্থিরতা দেখা দিয়েছে। এটুকু বলে তিনি কান্নায় ভেঙ্গে পড়লেন।
হজরত আবু দারদা যখন অন্তিম রোগ শয্যায় তখন একদিন ইউসুফ ইবনে আবদিল্লাহ ইবনে সালাম আসলেন তার কাছে ইলম অর্জনের জন্য। তিনি জিজ্ঞেস করলেন, কি উদ্দেশ্য আসা হয়েছে? তাঁর মুমূর্ষ অবস্থা দেখে ইউসুফ জবাব দিলেন, আপনার সঙ্গে আমার আব্বার যে গভীর সম্পর্ক ছিল সেই সূত্রে আমি আপনার সাক্ষাতের উদ্দেশ্যে এসেছি। তিনি বললেন, মিথ্যা অতি নিকৃষ্ট জিনিস। কিন্তু কেউ মিথ্যা বলে ইসতিগফার করলে তা মাফ হয়ে যায়।
হজরত আবু দারদার মৃত্যু পর্যন্ত ইউসুফ অবস্থান করেন। মৃ্ত্যুর আগে তাকে ডেকে বললেন, আমার মৃত্যু আসন্ন, একথা মানুষকে জানিয়ে দাও। তিনি খবর ছড়িয়ে দিতেই বন্যার স্রোতের মতো মানুষ আসতে শুরু করলো। তাঁকে প্রচুর লোক সমাগমের কথা জানানো হলে তিনি বললেন, আমাকে বাইরে নিয়ে চলো। বাইরে এসে তিনি উঠে বসলেন এবং জনগণের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ হাদিস বর্ণনা করলেন। মহান এই সাহাবির জীবনের শেষ বাণীও ছিল আল্লাহ ও রাসূলের পথে চলার আহ্বান।
copyright © A BIJOY TV Production-2025
সঙ্গে থাকুন বিজয় টিভির
Website: http://bijoy.tv/
Facebook: / bijoytvlimited
Youtube: / bijoytvofficial
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: