ধানের লক্ষ্মীর-গু দমন করবেন যেভাবে
Автор: sabbir's gallery
Загружено: 2025-11-05
Просмотров: 0
Описание:
🌾 আমন ধানের লক্ষীর গু (False Smut Disease) দমন ব্যবস্থা 🌾
আমন ধানে এ রোগ দেখা দিলে ফলন ও গুণমান দুই-ই নষ্ট হয়।
তাই কৃষক ভাইদের আগাম পরিকল্পনা থাকলে সহজেই এ রোগ দমন করা সম্ভব এবং খরচও কমে যাবে।
🌿 রোগের নাম: লক্ষীর গু (False Smut Disease)
🔬 কারণ: Ustilaginoidea virens নামক ছত্রাক
🌾 রোগের লক্ষণঃ
🔴 ধানের শীষে কিছু দানার স্থলে বড় গুটিকা দেখা যায়
🔴 গুটিকার ভেতর হলুদ-কমলা রঙের এবং বাইরেটা সবুজ হয়
🔴 সময়ের সাথে বাইরের অংশ কালচে হয়ে যায়
🔴 গুটিকায় আঠালো পদার্থ থাকে, যেখান থেকে ছত্রাকের স্পোর ছড়ায় না
🔴 সাধারণত একটি শীষে কয়েকটি দানার বেশি আক্রান্ত হয় না
📍 স্থানীয় নাম: ভূয়াঝুল / ঝুল
⚠️ ঝুঁকিপূর্ণ জাত: ব্রি ধান-৪৯, ৯০ বিনা-৭ ও সুগন্ধি ধানের জাতগুলো
🌤️ রোগ ছড়ানোর অনুকূল পরিবেশঃ
ধানের ফুল ফোটার সময়
মেঘলা আকাশ, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
দিনে গরম, রাতে ঠান্ডা আবহাওয়া
🧩 সমন্বিত দমন ব্যবস্থা:
1️⃣ সুস্থ ও রোগমুক্ত গাছ থেকে বীজ সংগ্রহ করুন
2️⃣ সুষম সার প্রয়োগ করুন (অতিরিক্ত ইউরিয়া নয়)
3️⃣ রোগ প্রতিরোধী জাত ব্যবহার করুন
4️⃣ জমিতে পানি জমে থাকতে দেবেন না
🧪 রাসায়নিক দমন ব্যবস্থা:
✅ ব্রি ধান-৪৯,৯০ বিনা-৭ ও সুগন্ধি জাতের ক্ষেত্রে (দুধ অবস্থায়)
অথবা
✅ রোগ দেখা দিলে দ্রুত নিচের যেকোনো একটি ছত্রাকনাশক স্প্রে করুনঃ
💧 অটোস্টিন / নোইন → ১.৫ গ্রাম প্রতি লিটার পানিতে
💧 গোল্ডাজিম ৫০০ এসসি → ১ মিলি প্রতি লিটার পানিতে
💧 টিল্ট ২৫০ ইসি বা পোটেন্ট ২৫০ ইসি (Propiconazole গ্রুপ) → ১ মিলি প্রতি লিটার পানিতে
🕒 স্প্রে করার সময়: বিকাল ৩টার পর, যখন গাছ শুকনো থাকে।
Ahmed sabbir আহমেদ সাব্বির
উপসহকারী কৃষি অফিসার
কালাই,জয়পুরহাট।
📢 সতর্ক থাকুন — আগাম ব্যবস্থা নিন।
ধান বাঁচলে কৃষক বাঁচবে, কৃষক বাঁচলে দেশ বাঁচবে 🇧🇩
#আমনধান #লক্ষীরগু #FalseSmut #কৃষিপরামর্শ
#Ahmed_Sabbir #উপসহকারী_কৃষি_অফিসার #Kalai_Joypurhat
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: