Tomake Hridoye II
Автор: Jhanda Music
Загружено: 2025-12-13
Просмотров: 547
Описание:
Tomake Hridoye
Lyrics & Tune : Hubert H Baron
Vocal : Shermin & Russo
Misic & Tune : Jhanda
• Tomake Hridoye II #jhandamusic #বাংলা #mod...
তোমাকে হৃদয়ে
D# A# G#
তোমার ছায়া পড়ে মনের গায়ে
দূরে গিয়েও কাছে তুমি থাকো
হৃদয় শুধু তোমার ডাকে
আমি শুনবো আর থাকবো, ভুলে যাবো
তোমাকে হৃদয়ে লিখেছি নাম
সব কিছু তুমি আর তুমি আমি
তোমাকে হৃদয়ে লিখেছি নাম
আমি শুধু তোমারই প্রাণ
নদীর জলে তোমার ছবি দেখি
বাতাসে তুমি কথা বলো
সূর্য অস্তে তুমি হয়ে জোছনা
জীবন আমায় তোমার মতো ভরে তলো
জীবন ছিল শূন্য একদিন
তোমার হাতে হলো শুরু জীবন চিন
তোমাকে হৃদয়ে লিখেছি নাম
সব কিছু তুমি আর তুমি আমি
তোমাকে হৃদয়ে লিখেছি নাম
আমি শুধু তোমারই প্রাণ
ভোরের আলোতে তোমারি রোশনি
রাত জুড়ে জুড়ে তোমার হাসি
তুমি যে আমার, শুধু আমার
ভালোবাসার গানের আসর
তোমাকে হৃদয়ে লিখেছি নাম
সব কিছু তুমি আর তুমি আমি
তোমাকে হৃদয়ে লিখেছি নাম
আমি শুধু তোমারই প্রাণ
তোমাকে হৃদয়ে লিখেছি নাম
সব কিছু তুমি আর তুমি আমি
তোমাকে হৃদয়ে লিখেছি নাম
আমি শুধু তোমারই প্রাণ
আমি শুধু তোমারই প্রাণ
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: