কারামতে গাউছুল আজম মাইজভান্ডারী, গাওসে আজম বাবা নুরে আলমের জিবনী, “উসূল এ সাব’আ”
Автор: Maizbhandari AB
Загружено: 2022-12-27
Просмотров: 283
Описание:
হজরত গাউসুল আজম মাইজভান্ডারি কঃ এর সারসংক্ষেপ জিবনী এবং মাইজভাণ্ডারী দর্শনের মূল নির্যাসঃ “উসূল এ সাব’আ” বা সপ্ত পদ্ধতি
ফানায়ে ছালাছা
১। ফানা আনিল খাল্কঃ
‘কাহারো নিকট কোনরূপ উপকারের আশা বা কামনা না করা’ - এতে মানব মন আত্মনির্ভরশীল হয় এবং স্রষ্টাপ্রদত্ত স্বীয় সামর্থ্য ও শক্তির প্রতি যথাযথ আস্থা জন্মে।
২। ফানা আনিল হাওয়াঃ
অনর্থ পরিহার করা’ অর্থাৎ যা না হলেও চলে এরূপ কথাবার্তা, কাজকর্ম পরিহার করা। এতে জীবনযাত্রা সহজ ও ঝামেলামুক্ত হয়।
৩। ফানা আনিল এরাদাঃ
‘আল্লাহর ইচ্ছাশক্তির কাছে নিজের
ইচ্ছা বা বাসনাকে তুচ্ছ বা বিলীন করা’
মউতে আরবা বা চতুর্বিধ মৃত্যুঃ
৪। মউতে আবয়্যাজ/সাদা মৃত্যুঃ
রোজা বা উপবাস এবং সংযমের মাধ্যমে আত্মার উজ্জ্বলতাকে বৃদ্ধি করা।
৫। মউতে আসওয়াদ/কালো মৃত্যুঃ
‘সমালোচনাকারীর সমালোচনাকে সহজভাবে গ্রহন করে আত্ম সমালোচনা ও আত্মশুদ্ধির প্রচেষ্টায় রত হওয়া’
৬। মউতে আহমর/লাল মৃত্যুঃ
‘কামভাব ও লালসা হতে অন্তরকে মুক্ত ও পবিত্র করা’ - এর মাধ্যমে বেলায়ত অর্জিত হয়।
৭। মউতে আখজার/সবুজ মৃত্যুঃ
‘বিলাসিতা ও আভিজাত্য পরিহারপূর্বক
নির্বিলাস জীবন যাপনের মাধ্যমে
স্রষ্টার অনুসন্ধান করা।
কারামতে গাউছুল আজম মাইজভান্ডারী, গাওসে আজম মাইজ ভান্ডারী, গাউছুল আজম মাইজভান্ডারীর কারামত, গাউসুল আজম বাবা নুরে আলম, মাইজভান্ডার দরবার শরীফ, Maijvandari Waz
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: