পদ্মা নদীতে ফেরি চলাচল | Ferry on the Padma River
Автор: Ariyan Creative Studio
Загружено: 2023-11-23
Просмотров: 237
Описание:
পদ্মা নদীতে ফেরি চলাচল
নদীভ্রমণ পিপাসুদের জন্য পদ্মা নদী পর্যটন আকর্ষণের অনন্য কেন্দ্রবিন্দু। রাজবাড়ীর উত্তর দিকের পুরো অংশ জুড়েই পদ্মা নদীর অবস্থান। ফলে রাজবাড়ীতে আগত পর্যটকবৃন্দ সহজেই পদ্মায় ভ্রমণের সুযোগ পান।
রাজবাড়ী শহর সংলগ্ন গোদার বাজার নৌ বন্দর :পদ্মার তীরবর্তী এ স্থানটিতে সার্বক্ষণিক পদ্মার মৃদুমন্দ বাতাস প্রবাহিত হয়। ফলে প্রাত্যহিক ভ্রমণে এটি একটি আদর্শ জায়গা।
গোয়ালন্দ ঘাট: দক্ষিণাঞ্চলের ২১ টি জেলাকে রাজধানীর সাথে যোগাযোগ ঘটিয়েছে এই গোয়ালন্দ ঘাট। এখনকার ফেরি ঘাট একটি ব্যস্ত কর্মচঞ্চল এলাকা। বাংলাদেশের দক্ষিণাঞ্চল ফরিদপুর, যশোর, খুলনা, কুষ্টিয়া, বরিশাল পদ্মা নদী দ্বারা বিভক্ত। ঢাকা হতে দক্ষিণাঞ্চলে এসব জেলায় পৌঁছাতে হলে দৌলতদিয়া ঘাট অতিক্রম করা অপরিহার্য। ব্রিটিশ ভারতে গোয়ালন্দ বাংলার পশ্চিম আর পূর্বের সেতু বন্ধন হিসেবে বাংলার দ্বার নামে পরিচিত ছিল। দেশের দক্ষিণাঞ্চলের সাথে রাজধানী ঢাকার সেতুবন্ধন হিসেবে দৌলতদিয়া ঘাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিদিন হাজার হাজার যাত্রী এ ঘাট পার হয়ে ঢাকায় যাতায়াত করে।
পদ্মার চর ও জলমহাল: পদ্মার বুকে রয়েছে অনেক চর ও জলমহাল। এসব চরের নৈসর্গিক দৃশ্য অত্যন্ত মনোরম। শীতকালে এসব চর হয়ে ওঠে আকর্ষণীয় পিকনিক/পর্যটন স্পট।
রূপালী ইলিশ: পদ্মার ইলিশ ভোজন রসিকদের কাছে পরম লোভনীয় ।
প্রস্তাবিত দ্বিতীয় পদ্মা সেতু: দ্বিতীয় পদ্মা সেতু নির্মিত হলে এ সেতু কেন্দ্রিক ইকো ট্যুরিজম গড়ে তোলা সম্ভব হবে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: