ডোনাল্ড ট্রাম্পের কাছে ধরাশায়ী কমলা হ্যারিস! Donald Trump vs. Kamala Harris: Who Won the Election?
Автор: তেপান্তর টিভি
Загружено: 2024-11-06
Просмотров: 292
Описание:
ডোনাল্ড ট্রাম্পের কাছে ধরাশায়ী কমলা হ্যারিস! Donald Trump vs. Kamala Harris: Who Won the Election?
মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ইতিহাস গড়লেন ডোনাল্ড ট্রাম্প। ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হয়েও প্রথম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন তিনি। ড্যামোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে ধরাশায়ী করে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে জয়ের মঞ্চে উঠে গেলেন রিপাবলিকান প্রার্থী। এই নির্বাচনে যেন হাতির পায়ে পিষ্ট হলো গাঁধা! নিজের জয় সম্পর্কে নিশ্চিত হওয়ার পর বুধবার ফ্লরিডার পাম বিচে প্রথম বিজয়-ভাষণ দিলেন ট্রাম্প। তাঁর বক্তব্যের সিংহভাগ জুড়ে ছিল, আমেরিকাকে জগৎসভায় ফের শ্রেষ্ঠ করে তোলার আশ্বাস। ট্রাম্পের সঙ্গেই মঞ্চে উঠেছিলেন তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্প এবং পরিবারের অন্য সদস্যেরা। ছিলেন আমেরিকার সম্ভাব্য হবু ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সও। Landslide victory!
মঞ্চে উঠেই ‘বিপুল জয়ের’ জন্য আমেরিকাবাসীকে ধন্যবাদ জানান ট্রাম্প। বলেন, “সমালোচকদের ভুল প্রমাণ করে আমরা বিজয়ী হলাম। আমেরিকা অভূতপূর্ব এবং শক্তিশালী রায় দিয়েছে।” তার পরেই ফের ‘আমেরিকাকে আবার শ্রেষ্ঠ করব’ স্লোগানটি দেন ট্রাম্প। ট্রাম্প যখন ভাষণ দিচ্ছেন, তখন তাঁর সমর্থকরা এক নাগাড়ে ‘আমেরিকা-আমেরিকা’ স্লোগান দিতে থাকেন। ট্রাম্প উদ্বেলিত সেই সমর্থকদের উদ্দেশে বলেন, “সব সমস্যার সমাধান করব। আমরা আবার আমেরিকার সোনালী যুগ ফিরিয়ে আনব।” ডোনাল্ড ট্রাম্পের কাছে ধরাশায়ী হলেন কমলা হ্যারিস!
ফ্লোরিডার পাম বিচে সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে এবার আমেরিকাকে ‘স্বাস্থ্যবান করারও ঘোষণা দিয়েছেন ট্রাম্প। একই সঙ্গে তিনি বলেছেন, কেনেডি পরিবারের সদস্য রবার্ট এফ কেনেডি জুনিয়রকে তিনি আমেরিকা যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য খাত উন্নত করার জন্য দায়িত্ব দেবেন। নিজের রাজনৈতিক সাফল্যের জন্য পরিবার, বিশেষত স্ত্রী মেলানিয়াকে ধন্যবাদ জানান ট্রাম্প। ট্রাম্পের কাছে হেরে গেলেন কমলা হ্যারিস!
যুক্তরাষ্ট্রের মোট ইলেক্টোরাল কলেজ ভোট ৫৩৮টি। প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের জন্য ভোট লাগে ২৭০টি। সর্বশেষ তথ্য অনুযায়ী হাতি প্রতীকে ২৯৭টি আসন পেয়েছেন বিজয়ী ডোনাল্ড ট্রাম্প। আর গাঁধা প্রতীকে কমলা হ্যারিস পেয়েছেন ২৪১টি ভোট। ডোনাল্ড ট্রাম্পের কাছে ধরাশায়ী হলেন কমলা হ্যারিস!
#viralnews
#news
#trending
#viralvideo
#bdnews
#bangla
#আজকের
#internationalnews
#donaldtrump
#kamalaharris
#usa
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: