Carew & Comp.drsona.Chuadanga কেরু এন্ড কোম্পানি - দর্শনা. চুয়াডাঙ্গার
Автор: Monajat Express
Загружено: 2019-02-19
Просмотров: 1189
Описание:
প্রায় ৮০ বছরের পুরানো এই কেরু এন্ড কোং। ১৯৩৮ সালে প্রতিষ্টিত ৩০০ বিঘার উপর অবস্থিত এই চিনি কলটি দেশের বৃহত্তম। চিনি এছাড়া কেরুর অধীনে একটি ডিস্টিলারি এবং ফার্মাসিউটিকাল ইউনিট রয়েছে। স্বাধীনতা লাভের পর, ১৯৭২ সালে বাংলাদেশ সরকার এই প্রতিষ্ঠানটিকে রাষ্ট্রায়াত্ত্ব প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করে। বাংলাদেশের ১৫টি চিনিকলের মধ্যে একমাত্র কেরু এ্যান্ড কোম্পানিকে লোকসান গুনতে হয় না। এর লাভের প্রায় সম্পুর্নটাই আসে এখানকার ডিস্টিলারি ইউনিট থেকে। টানা পাঁচ বছর ৬০ কোটি টাকা করে লাভ করছে এই প্রতিষ্ঠানটি। দর্শনা আসলে কেরু এন্ড কোং দেখে আসতে ভুলবেন না। তবে এখানে অনুমতি সাপেক্ষে ঢোকার অনুমতি মিলে।
কিভাবে যাবেন ঢাকা থেকে ট্রেন বা বাসে দর্শনা। দর্শনা হল্ট থেকে খুব কাছেই। পায়ে হেঁটে বা রিক্সায় যেতে পারেন। চুয়াডাঙ্গা বাস টার্মিনাল / একাডেমী মোড় / বড় বাজার থেকে দর্শনার বাস ছাড়ে, ভাড়া ২৫ টাকা। দর্শনা বাস স্ট্যান্ড নেমে ভ্যানে করে কেরু , ভাড়া মাত্র ৫ টাকা। কেরুর গেটে নেমে হেঁটে বা ভ্যানে ভিতরে যেতে পারবেন। তবে ডিস্টিলারি সেকশনে ঢুকতে এমডি'র অনুমতি লাগবে। দর্শনা হল্ট রেলওয়ে স্টেশন - দর্শনা বাস স্ট্যান্ডের পাশে। হেঁটে গেলে ৫-৭ মিনিট লাগে । দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশন - দর্শনা বাস স্ট্যান্ড থেকে ১.৫ কিমি দূরে, কেরুর পরে।
কোথায় থাকবেন শয়ন বিলাস হোটেল- চুয়াডাঙ্গা পৌরসভা অফিস/ একাডেমী মোড় এর কাছে, শহীদ আবুল কাসেম সড়কে অবস্থিত। শহরের যেকোনো জায়গা থেকে অটোতে গেলে ৫-১০ টাকা ভাড়া লাগবে।
কি খাবেন চুয়াডাঙ্গার বিখ্যাত 'কালিপদের মিষ্টি' খেতে ভুলবেন না। এটি চুয়াডাঙ্গা শহরের রেলগেটের পাশে অবস্থিত, রিকশায় গেলে ১০-১৫ টাকা ভাড়া লাগবে। চমচম,দই,রসগোল্লা প্রত্যেকটিই সেরা।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: