জুলাই সনদ এর ব্যাপারে বিএনপি,এনসিপি,জামাত ইসলামী সহ সকল রাজনৈতিক দলকে যে পরামর্শ দিলেন সারোয়ার তুষার
Автор: Political Posture
Загружено: 2025-10-09
Просмотров: 12
Описание:
জী উপস্থিত জাতীয় নেত্রীবৃন্দ এবং জাতীয় ঐক্যমত কমিশন আমরা একেবারেই শেষ পর্যায়ে আলোচনায় আছি যেহেতু আমাদের দলের পক্ষ থেকে কথা বলা হয়েছে আমি আর সেগুলো repeat করবো না শুধু দুই তিনটা মানে জিনিস আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই প্রথম কথা হচ্ছে যে এই কমিশন এই যেখানে আমরা বসে আছি এইখান থেকে কিন্তু জুলাই সনদ মানে বাস মানে যে জুলাই সনদটা প্রণয়ন হয়েছে ফলে এটা হলো জুলাই সনদ প্রণয়নের সভা এবং আমরা যে গণভোট আমরা যে এইটা প্রথমে বলেছিলাম যে গণপরিষদের মাধ্যম দিয়ে তারপরে গণ ভোটের মধ্যে দিয়ে একটা সংবিধান বা আ অন্তত মৌলিক সংস্কার এটা আমরা যেন করতে পারি তো গণপরিষদের কথা এসছে কিংবা সংসদের duel রোলের কথা এসেছে এই ফোরাম কিন্তু এক ধরনের আমি বলবো যে ছায়া যদিও এটার inclusivity নিয়ে এটার আকার নিয়ে অনেক কথা তোলা যাবে কিন্তু তবু এই এই ফোরাম কিন্তু এক ধরনের গণপরিষদীয় ভূমিকা পালন করেছে ইতিমধ্যেই কারণ আপনারা এই ফোরামেই সবাই input দিয়ে আসলে একটা জুলাই সনদ আমরা ইতিমধ্যেই প্রস্তুত করেছি কিছু note of decent আছে ফলে পরে যে গণ ভোট আসবে এটা হচ্ছে মূল প্রশ্ন এবং এই গণ ভোট নিয়েও কিছু বিভ্রান্তি দেখা যাচ্ছে আমি মনে করি যে আমরা কিন্তু সবাই খুব কাছাকাছি আছি যতটা আমাদের মধ্যে মনে হচ্ছে বিভেদ অতটা বিভেদ আসলে নাই খুব টেকনিক্যাল দু একটা বিষয় আমরা আ যতটা সাহসী আমরা নিজেরা ততটা আমরা যে ততটা সাহসী এটা বিশ্বাস করতে আমরা পারছি না এটা আমি কেন আপনাদেরকে একটু মনে করিয়ে দিই এর আগে কিন্তু এখানে কথা হয়েছে যে সংসদের বাইরে কোনো কিছু করা যাবে না কিন্তু আমরা কিন্তু সেখান থেকে সরে অনেকটা সরে এই গণ ভোট পর্যন্ত এসেছি ফলে আমরা যদি একমত হই তাহলে যে আমরা এটা পারি এটা কিন্তু ইতিমধ্যেই এখানেই প্রেসিডেন্স আছে ফলে এইটা আমাদেরকে স্বীকার করতে হয় যে আমরা যে আদেশ কিংবা কিছু কিছু শব্দ নিয়ে আমাদের মধ্যে হয়তো বিভ্রান্তি কিংবা confusion এগুলো রয়েছে কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা যদি এইসব ব্যাপারে একমত হই তাহলে এই শব্দগুলো খুব বড় ব্যাপার না অধ্যাদেশ কথাটার খুব সুনির্দিষ্ট মানে আপনারা জানেন এখানে বিজ্ঞ অনেক সংবিধান বিশেষজ্ঞ আছেন যে আ আমরা যে গণভোটটা দেবো এটা তো সংবিধানের একশো বিয়াল্লিশের গণভোট না তাহলে এইসব আপনি কিন্তু আপনি আবার অধ্যাদেশে দিতে পারবেন না কারণ অধ্যাদেশ দিয়ে পরিষ্কার ভাবে বলা আছে বাংলাদেশের সংবিধানে যে সংবিধান সংক্রান্ত কোনো সিদ্ধান্ত অধ্যাদেশ নেওয়া যাবে না এটা পরিষ্কার বলা আছে তাহলে আমরা রোদ্ধাতে যেতে পারছি না আদেশ শব্দটা নিয়ে যেই আ অস্বস্তি অনেকের মধ্যে আছে আমি আপনাদের তুলনায় অনেক ছোট বয়সে কিন্তু আমি আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই #politics #bangladesh #dhaka #talkshow #bnp #news #bnpmediacell #tarekrahman #inquilab বাংলাদেশের সংবিধান বহাল থাকা অবস্থাতেও আদেশ দেওয়ার অনেক নজির আছে মানে এর জন্য আমরা যেটা ভাবছি যে আদেশ দিলে সংবিধান বাতিল করে দিতে হয় বা সংবিধান বাতিল হয়ে যাবে ব্যাপারটা কিন্তু এরকম না আমি যতটুকু জানি আমার ভুল হলে আপনারা নিশ্চয়ই শুধরে দেবেন যে সংবিধান বহাল থাকা অবস্থাতেও আদেশ দেওয়া যায় কিন্তু এই আদেশটা যদি আমরা যদি এই যে জুলাই বাস্তবায়ন আদেশ যে নামকরণটা আমরা সবাই মনে হচ্ছে যে এটা নিয়ে খুব বড় আপত্তি নাই এটা যদি আমরা দেই তাহলে কিন্তু আমাদের এই যে অধ্যাদেশের যে সমস্যাটা যে অধ্যাদেশ দিয়ে তো আপনি একটা প্রাইমারি law র সমতুল্য একটা জিনিস দিয়ে তো সুপ্রিম law র ব্যাপারে সিদ্ধান্ত আমরা নিতে পারবো না!
#politics #talkshow #ncp #ঐক্যমতকমিশন #সালাউদ্দিন
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: