#timi
Автор: sagarnijhum
Загружено: 2025-01-07
Просмотров: 77
Описание:
সঙ্গীর খোঁজে তিনটি মহাসাগর পাড়ি দিয়েছে একটি পুরুষ তিমি। পূর্ব প্রশান্ত মহাসাগরে কলম্বিয়ার উপকূল থেকে শুরু হয়ে দক্ষিণ-পশ্চিম ভারত মহাসাগরের জাঞ্জিবার উপকূলে শেষ হয় তিমিটির যাত্রা। যা পৃথিবীজুড়ে ১৩ হাজার ৪৬ কিলোমিটার পথ অতিক্রমের সমান।
বিশ্বে এমন অনেক প্রাণী আছে যারা প্রজনন ও সঙ্গী পেতে দীর্ঘ পথ ভ্রমণ করে। হাম্পব্যাক তিমি সেই প্রাণীদের মধ্যে অন্যতম। তবে সম্প্রতি একদল সামুদ্রিক জীববিজ্ঞানী রয়াল সোসাইটি ওপেন সায়েন্স নামে একটি বৈজ্ঞানিক জার্নালে প্রকাশ করেছেন, একটি তিমি সঙ্গী পেতে তিনটি মহাসাগর পাড়ি দিয়েছে।
অস্ট্রেলিয়ার সাউদার্ন ক্রস ইউনিভার্সিটির ডক্টরেট শিক্ষার্থী এবং গবেষণার সহ-লেখক টেড চিজম্যান লাইভ সায়েন্সকে জানিয়েছেন, তিমিটি সম্ভবত কলম্বিয়া থেকে পূর্ব দিকে সাঁতার কেটে দক্ষিণ মহাসাগরে বিদ্যমান স্রোতের উপর চড়ে এগিয়ে চলে। এটি ছিল খুব উত্তেজনাপূর্ণ একটি আবিষ্কার। এই বিস্ময়কর দূরত্ব অতিক্রম করা তিমিটি পথিমধ্যে বেশ কয়েকটি তিমির ওপর ঝাঁপিয়ে পড়েছিল।
নতুন গবেষণায় পর্যবেক্ষণ করা যাত্রা দেখায়, সবশেষ রেকর্ডে একটি স্ত্রী হাম্পব্যাক তিমি ১৯৯৯ থেকে ২০০১ সালের মধ্যেব্রাজিল থেকে মাদাগাস্কার পর্যন্ত ৯ হাজার ৮০০ কিলোমিটার সাঁতার কেটেছিল। নতুন গবেষণায় পুরুষ হাম্পব্যাকটি এক প্রজনন অঞ্চল থেকে অন্য প্রজনন অঞ্চলে ভ্রমণ করার সময় ১৩ হাজার ৪৬ কিলোমিটার পথ অতিক্রম করে নতুন রেকর্ড স্থাপন করেছে।
তিমির অস্বাভাবিক এসব অভিযানের অন্যান্য কারণও থাকতে পারে বলে গবেষণায় উল্লেখ করা হয়। এর মধ্যে পরিবেশগত পরিবর্তন অন্যতম, যার ফলে খাদ্য সংকট প্রভাবিত হয়। এছাড়া জলবায়ু পরিবর্তন এবং অঞ্চলে হ্যাম্পব্যাক তিমির জনসংখ্যা বৃদ্ধির ফলেও প্রজনন মৌসুমে পুরুষদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: